প্রশ্ন: রোনাল্ডো যে ব্যালন ডি অর পাইলো কিন্তু মেসি পাইলো না। এইটা নিয়ে আপনার
অনুভূতি কি?
উত্তর: ছি ছি ছি বেলুন দি ওর……এইসব কি? আর মাছিই বা বেলুন দিয়ে কি করবে? রোনাল্ডোর যত
গার্লফ্রেন্ড তাতে জন্ম নিয়ন্ত্রনের জন্য বেলুন টা ওকে দেয়াই যুক্তিযুক্ত হয়েছে বলে মনে করি।
প্রশ্ন: জেনিট্রন কি?
উত্তর: ইলেক্ট্রন, প্রোটনের মত জেনিট্রনও এক প্রকার কণা। বেসম্ভব সুন্দর মাইয়ার রুপের গুফুন রহস্যের পিছনে এই কনার হাত, পা, মাথা আছে। যার মাঝে উপস্থিত
সেই মাইয়া সুন্দরী
প্রশ্ন: ভাই বালা আসুইন?ভোট দিয়েছেন?
উত্তর: "বালা আসুইন" ডা বাংলায় ট্র্যান্সলেশন করে দেন। আমি মাঝে মাঝেই ভোট দেই। বিভিন্ন।
রিয়েলিটি শো তে দেখেন না বলে, "মোর গান যদি আন্নের বাল লাগে তয় মোরে এক খান ভুট
দিয়েন। মোরে ভুট দিবার লাগি ডায়েল করুইন ganja <space> Iva (ইভা রহমান)" এইগুলারে ভুট
দিতে দিতে ম্যালা ভুট দিয়া হালাইছি
প্রশ্ন: আস্কে একাউন্ট খুলতে চাইতাছি। কেমনে খুলুম?
উত্তর: ১/ প্রথমত আপনার জাতীয় পরিচয় পত্র
থাকতে হবে ! (ফটোকপি গোলাম
আজমরে দিয়া সত্যায়িত করাইতে হবে !)
২/ চারিত্রিক সনদপত্র থাকতে হবে। (ফটোকপি হুমু
এরশাদরে দিয়া সত্যায়িত করাইতে হবে !গার্লফ্রেন্ড
নিয়া যাবেন না, রাইখা আসতে হইতে পারে)
৩/ ই-মেইল একাউন্ট থাকতে হবে।
( (ফটোকপি মোস্তফা জব্বাররে দিয়া সত্যায়িত করাইতে হবে !)
৪/ ব্যাংক আকাউন্ট থাকতে হবে ! ( (ফটোকপি আবুল
মালরে দিয়া সত্যায়িত করাইতে হবে ! তবে আপনার শেয়ার
বাজারে বিও একাউন্ট থাকলে উনারে ভুলেও বলবেন না !!))
অনেক আমলাতান্ত্রিক জটিলতা। এসবে কি পোষাবে? :-/ তার চেয়ে না খোলাই ভালো
প্রশ্ন: কিতা খবর?
উত্তর: দু:খিত আপনি ভুল করে
ask.fm এ টিউন করে ফেলেছেন। খবর শুনতে চাইলে টিউন করুন এবিসি রেডিও 89.2
তে। আর সেই ফাকে আমি আস্ক এফএমেও খবর প্রচারের জন্য আবেদন করি। টুং টাং টু টু টু টুট টুট টু
প্রশ্ন: আপনার ঘাড়ে মাথা কয়টি?
উত্তর: নিজের মাথা একটাই। মাঝে মাঝে কয়েকজনের মাথা কেটে এনে গলায় ঝুলিয়ে রাখি
প্রশ্ন: আর কত ফাইজলামি করবি। ফাইজলামির্ও তো একটা সীমা আছে, নাকি?
উত্তর: ফাইজলামির লিমিট আছে এইটা কোন সংবিধানে লেখা আছে? ওইসব চুদুর বুদুর সংবিধান মানিনা। বাই দ্যা ওয়ে, ফাইজলামির লিমিট থাকলেও আমি সেই লিমিট মানিনা।
প্রশ্ন: তোমার সাথে প্রেম করেই ছাড়বো । চ্যালেঞ্জ
উত্তর: বাউরে বাউ এইডা চ্যালেঞ্জ না থ্রেট? প্রেম করার পর কি ছাড়বা? নেশা টেশা করার অভ্যাস
আছে নাকি? তাইলে প্রেমডাও করার দরকার নাই।
প্রশ্ন: আপনে কি ভার্জিন?
উত্তর: আমি কোনো জ্বীন না। আমি মানুষ, Homo sapiens(underlined)
পুনশ্চ: আপনি বানান ভুল করেছেন ধরে নিয়েছি।
পুনপুনশ্চ: প্রশ্ন কিরে বাবা! মাইনষের এত সন্দেহ ক্যান? :-(
প্রশ্ন: আমি একটা ওয়েবসাইট হ্যাক করতে চাই। কিভাবে করবো একটু বলুন তো?
উত্তর: যেই ওয়েবসাইট হ্যাক
করতে চান তাদেরকে মেইল পাঠান,
ওরা নিজেরাই হ্যাক করে রাখবে, আফনের আর কষ্ট
করতে হবেনা