উত্তর:আগের বউরে তালাক দিমু
প্রশ্ন: "ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায় আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়" উক্ত কবিতা দ্বারা কবি কি বুঝাতে চাহিয়াছেন?
উত্তর: কবির মায়োকার্ডিয়াল
ইনফ্রাকশন হয়েছে।
তাকে আইসিইউতে পাঠাতে হবে
প্রশ্ন: মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়...কিন্তু কেন?
উত্তর: জীবিত মানুষের গায়ে একধরণের ফরমালিন লাগানো থাকে, তাই সে বেচে থাকা অবস্থায় পচে না। তাই সাম্যাবস্থান বজায় রাখার জন্য সে বদলায়। মরে গেলে ফরমালিন থাকে না, তাই সে পচে যায়
প্রশ্ন: হাম তেরে বিন আব রেহে নাহি সাক্তে ...... এই কবিতা দ্বারা কবি actually কি বুঝাতে চেয়েছেন ???
উত্তর: কবির হাম হয়েছিল, কিন্তু ভুল করে ডাক্তারের বদলে সাপুড়ে খবর দিয়ে আনানোতে বিন বাজিয়ে কোন লাভ হইনি , বরং দুটো বিষাক্ত সাপ চলে এসেছে।
প্রশ্ন: ki proshno korum.. Kowto..?
উত্তর: আপনি প্রশ্ন করেন -"তোমাকে এক কোটি ইউএস ডলার দেব, নেবে?"
প্রশ্ন: প্রেমিকার কলেজের সামনে আপনি কী হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন?
উত্তর: ইটের টুকরা। পিকেটিং করি।
প্রশ্ন: মনে হয় তোমার প্রেমে পড়েছি। কিন্তু তুমি আমার চেয়ে ৬ মাসের ছোট।
উত্তর: তাহলে ৬ মাস ওয়েট করে তারপর যা করার করেন।
প্রশ্ন: আমার ক্ষত বিক্ষত হৃদয় আমাকে শুধু প্রশ্ন করে what iz lab ?? :'(
উত্তর: laboratory-র সংক্ষিপ্ত রুপ।
প্রশ্ন: তোমার বিয়ে ঠিক করেছি। তুমি কি রাজী? :-P
উত্তর: পাত্রী কি আপনে না আপনের বইন? পাত্রীর জন্মনিবন্ধন কার্ড, চেয়ারম্যানের স্বাক্ষর করা প্রত্যয়ন পত্র, স্কুল কলেজের বিভিন্ন পরীক্ষার মার্কশীট, পাত্রীর ৩০-৪০ সেকেন্ডের ভিডিও ক্লিপ জমা দিয়া ওয়েটিং লিস্টে খাড়ান। (ভিডিও ক্লিপ চাচ্ছি কারন ছবিতে ফটোশপ কইরা মাইয়া সুন্দরী বানায়, ভিডিও ক্লিপে অবশ্যই মেয়ের হাত মুখ ধোয়ার পরের দৃশ্য থাকতে হবে)
প্রশ্ন: বিবাহের পর যদি আবিষ্কার করেন, যার সহিত বিবাহ সম্পন্নহয়েছে, তিনি বিশিষ্ট মুরাদ টাকলা টাকলি, তখন মুন্নি সাহা অনুভূতি জানতে চাইলে কী উত্তর দিবেন?
উত্তর: gay bon ta kostar, amar kunu suck nay.
প্রশ্ন: ফোন নাম্বারটা দেউ... ;)
উত্তর: খালেদা জিয়ার না হাসিনার?
প্রশ্ন: এক কথায় বিশ্লেষণ করেন - এই গাভি দুধ দেয় না কেন ?
উত্তর: এই গাভির বিয়ে হয়নি।
প্রশ্ন: নাকে কাপড় চাপা দিয়ে রাখছ ক্যান?
উত্তর: আপনি দুই সপ্তাহ ধরে গোসল না করায় ......... বাকিটুকু আর বললাম না :P
প্রশ্ন: গাধা আর আপনার মধ্যে মিল কোথায়?
উত্তর: গাধা আমাকে প্রশ্ন করে,আর আমি তার উত্তর দেই দুটি #পরিপূরক কাজ কি সুন্দর ভাবে চলে আমাদের দিয়ে।
প্রশ্ন: আপনি এখন বাচ্চা থাকলে কি কাজ করতেন যা এখন করতে পারেন না?
উত্তর: যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করিতাম :-P (এইডা গ্যান্দা কালের) মাইয়াগো বেঞ্চে চুইংগাম লাগায়া রাখতাম (এইডা একটু বড় কালের)
প্রশ্ন: ৫ বছরের সিনিয়র কোনো মেয়ে আপনার সাথে প্রেম করতে চাইলে কি করবেন?
উত্তর: মাইয়া সুন্দরী হইলে তার বিয়ে হওয়ার আগ পর্যন্ত প্রেম করবো । বিয়ে হয়ে যাওয়ার পর শাশুড়ি পোস্টে পাঠিয়ে দেবো।
প্রশ্ন: পড়েনা চোখের প্লক ... টিং! এড মি ... আই এম ব্লক ! দোহাই লাগে... বন্ধু আমায়... একটু ফলো করো... আমি লাইক হারাবো ! রিপোর্ট খাবো... খোঁচাতে পারবেনা কেউ... ও ও ও ও...
উত্তর:-বন্ধু তিনদিন তোরে অ্যাড দিলাম, একসেপ্ট করলিনা, বন্ধু তিনদিন।অ্যাড পাঠাইতে ৫ কেবি, ইগনোর করায় ১০ কেবি। ওয়েটিং এ ১৫ কেবি উসুল হইলো না,এবার তুই ব্লক খা!
প্রশ্ন: ও বন্ধু কেনো ভালোবাসনি ?
উত্তর: আব্বু-আম্মু মানা করসে!
প্রশ্ন: মা বড় নাকি বউ বড় ??? :P
উত্তর: আমি আমার চেয়ে কম বয়সী মেয়ে বিয়ে করব। তারা তো আম্মুর কাছে একেবারেই বাচ্চা
প্রশ্ন: নৌকা নাকি ধানের শীষ ???? :P
উত্তর: তার আগে কন আপনারে শেখ হাসিনা না খালেদা জিয়া পাঠাইছে? আমি বুঝিনা আমাকে নিয়ে উনারা এতো টানাটানি করছেন কেন? প্রতিদিন ফোন, ইমেইল উফ যন্ত্রনা
প্রশ্ন: ফেসবুক যদি কাগজের বই হত আর তাতে কলম ব্যবহার করে লিখতে হত তাহলে কতজন ফেসবুক ব্যবহার করতো?
উত্তর: সংখ্যাটা জানিনা। তবে বাংলাদেশ, ভারত আর ইন্দোনেশিয়ার এড মি আর লাইক ব্যাক পাব্লিক ঠিকই ব্যবহার করত। দেখা যাবে ভারতের পাব্লিক খাতা কলম নিয়ে প্লেনে করে বাংলাদেশে এসে এড
মি এড মি করছে।
প্রশ্ন: পিচ্চিকালে বন্ধুরা কি বলে ক্ষেপাত??
উত্তর: তুই অমুক মেয়ের সাথে প্রেম করিস, অমুক মেয়ে তোকে পছন্দ করে । এগুলো বলেই ক্ষ্যাপাতো :-P
প্রশ্ন: প্রপোজ করার কথা শুনলেই কারনামটা আগে মনে আসে?
উত্তর: ওই মিয়া আমারে মাইর খাওয়ানোর প্ল্যান নাকি? আমি মেহজাবিন, সুজানা, মাহিয়া মাহি ইত্যাদী কারো নামই আলাদা করে বলতে পারব না। শেষ মেশ আবার মার খাওয়া লাগতে পারে
প্রশ্ন: 'বিরক্তি' জিনিষটার সংজ্ঞা দেও
উত্তর: add me add me add me add me i am bolog. amar dick a akbar takau. ame
aradin lick korbo. add na korla pussy cai. - এইটাই বিরক্তির সংজ্ঞা
প্রশ্ন: পরিশ্রম কাকে বলে ??
উত্তর: কোনো লক্ষ্য পূরনের উদ্দেশ্যে নিরলস কাজ করে যাওয়া কে পরিশ্রম বলে। সবচেয়ে উতকৃষ্ট উদাহরণ ফেসবুকের এড মি পাবলিক
প্রশ্ন: ঘুম ভাঙ্গার পর পরই জানতে পারলেন, বাংলাদেশী হিসেবে আপনার যে নাগরিকত্ব ছিল তা বাতিল করা হয়েছে, ঠিক ঐ মুহূর্তে কি করবেন?
উত্তর: ১৮- দের নাগরিকত্ব বাতিল করার সাহস হয়ত কারো হবে না। তবুও যদি করে তবে ১৪৫ ঘন্টার হরতাল দেব। ওই লোকের পরিবারে যত তরুনী আছে সবকয়টা কে নিয়ে ভেগে যাব। আর তাতেও যদি না হয় তবে ফেসবুক উড়িয়ে দেবো
প্রশ্ন: জাস্টিন বিবারের কী আছে যা আপনার নাই?
উত্তর: গুগলে 569,000,000টি সার্চ রেজাল্ট।
প্রশ্ন: ডাবল চেইনচুরি করেছেন, আপনার অনুভূতি কি?
উত্তর: আরে মুন্নি আপু! কেমন আসেন? চেইনচুরির কথা বাদ দেন। পোলাপান আপনারে এতো পচানি দেওয়ার পরেও দেখি আপনার স্বভাব বদলায়নাই।আপ্নি কিন্তু ইউনিক আসেন :P
প্রশ্ন: আপনাকে যদি একঘন্টা রোদে দাড় করিয়ে রাখি তবে কি করবেন?
উত্তর: সৌরবিদ্যুৎ বানানোর যে বোর্ড আছে তা মাথার উপর ধরে রাখবো, দেশ ও দশের উপকারও হবে, গায়ে রোদ ও লাগবে না B)
প্রশ্ন: মাইর খাইতে কেমন লাগে ?
উত্তর: আমারে কেউ কিছু খাইতে দিলে আগে তাকে সেইটা খাইতে দেই। সে যদি পজেটিভ রিপ্লি দেয় তাইলেই খাই। মাইরের ক্ষেত্রে কেউ পজেটিভ রিপ্লি দেয় নাই। তাই খাওয়াই হয় নাই। বাই দ্যা ওয়ে, মাইর খাওয়ার জন্য রেডি হন
প্রশ্ন: টাকা দিবেন? পচা সাবান কিনমু
উত্তর: হ দিমু, ভাঙ্গা থাল নিয়া আসেন
প্রশ্ন: একসাথে তিন চারটা মেয়েকে হ্যান্ডেল করতে হলে কি করব?
উত্তর: তেল বেশি করে নিবেন আর তিন চারটা রেডিমেট হাত লাগিয়ে নিবেন
প্রশ্ন: ফেসবুকে কোন মেয়ে অফার দিলে কি করবেন?
উত্তর: পণ্য ভাল হইলে টিভি দেখে অফারের সত্যতা যাচাই করব
প্রশ্ন: R u married?
উত্তর: দাড়ান বউ রে জিগাইয়া আহি :-
P
প্রশ্ন: গার্লফ্রেন্ড আছে?
উত্তর: আছে মেলাগুলা (দোহাই লাগে কেউ যেন না জানে)
প্রশ্ন: হারিয়ে যেতে বললে মনের দৃশ্যপটে প্রথম কোন স্থানের ছবিটা ভাসে?
উত্তর: যেই জায়গায় হারিয়ে যাবো সেটা যদি আমি চিনিই তবে আর হারালাম কিভাবে? আমি যেই চিজ হারানো সহজে সম্ভব না। তবে সত্যিই যদি হারাতে হয় তবে আমার দূর গ্যালাক্সীর কোনো স্থানের কথাই মনে পড়ে
প্রশ্ন: মন থেকে বিশ্বাস করেন, এমন একজনের নাম বলেন তো?
উত্তর: আমার আম্মু। যেই উদ্দেশ্যে জানতে চেয়েছেন সেই ধরনের কারো নাম মাথায় আসছে না। অনেককে বিশ্বাস করি অনেক বেশী। এই বিশ্বাস টার মাঝে তুলনা নেই
প্রশ্ন: আপনি এতো ভাব মারেন ক্যান?
উত্তর: আমি ভাব এবং ভাবিস্ট দের দেখতে পারিনা। ভাবকে মেরে ফেলি এই কারনে যাতে ভাবিস্ট রা ভাব নিতে না পারে। ভাব কে হত্যা করা আমার দায়িত্ব
প্রশ্ন: আপনি যদি প্রধানমন্ত্রী হইতে পারেন...... তাহলে দেশের কোন সমস্যা টা দূর করবেন???
উত্তর: সবকিছু রাজধানী ঢাকা কেন্দ্রীক হতে হবে এই ধারনা টা কে ভেঙ্গে দেব। দেশের প্রত্যেক টা বড় শহর কে স্বয়ংসম্পুর্ন করার চেষ্টা করব। এতে ঢাকার উপর একদিক দিয়ে চাপ যেমন কমবে তেমনি অন্যান্য শহরের আশেপাশের এলাকাও উন্নত হবে। আইন বিভাগ কে আরও শক্তিশালী করব। কেবল বয়স ১৭, আরেকটু ম্যাচিউর হলে ধারনা গুলোও উন্নত হবে
প্রশ্ন: বাঙ্গালী আর বাংলাদেশীর মাঝে পার্থক্য কি?
উত্তর: সাধারণ অর্থে যাদের মুখের ভাষা বাংলা তারা বাঙালী , এই ব্যক্তি জন্মগতভাবে বাংলাদেশ কিংবা ভারতের নাগরিক অথবা অন্যান্য দেশের নাগরিকত্ব পেতে পারেন। বাংলাদেশি বলতে জন্মগত ভাবে বাংলাদেশের নাগরিক কে বোঝায়। আমার দৃষ্টিতে বাঙালী বলতে যার বাংলা ভাষার প্রতি আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা, গর্ববোধ আছে। আর বাংলাদেশি বলতে অবশ্যই তাকে বিশুদ্ধ বাঙালী হতে হবে এবং দেশটার প্রতি আবেগ ভালোবাসা শ্রদ্ধা গর্ববোধ থাকতে হবে . মুখের ভাষা বাংলা হলেই বাঙালী হওয়া যায় না, বাংলাদেশে জন্ম নিলেই বাংলাদেশি হওয়া যায়
না (এটুকু অবশ্য প্রশ্নের উত্তর নয়)