অগ্নি (মুভি রিভিউ)

যেহেতু ভ্যালেন্টাইনস ডে, তাই শঙ্কা ছিল সিনেমা হলে অধিকাংশই জোড়ায় জোড়ায় থাকবে । তাই বন্ধুকে বোরকা পরিয়ে হলে নিয়ে যেতে চেয়েছিলাম। বন্ধুকে এই..

এরশাদোলজি (রম্য)

বিশিষ্ট রাজনীতিবিদ, নারীদরদীয়া প্রেমিক পুরুষ আলহাজ হোমিওপ্যাথিক এরশাদ ওরফে পল্টিবাদি লাফাইন্যায়ে ডিগবাজীকে নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে। আজকের আলোচনা অজ্ঞানে বিজ্ঞানে সজ্ঞানী এরশাদ।

ফেসবুকে প্র্তারনার হাত থেকে সতর্কতা

আপনার অনেক পরিচিত কারো ফেইক আইডি খুলে আপনাকে হয়ত ফাদে ফেলানো হবে, আপনার গার্লফ্রেন্ড, আপনার বন্ধু সেজে আপনাকে ফাদে ফেলানো হবে। আর লুল বালক হলে তো কথায়ই নেই, মিষ্টি কথাতেই আপনার ঘুম হারাম করে দেবে।

ইশি (ছোটগল্প)

বিল্ডিং গুলোর ছুটে চলা খুব উপভোগ করছে ইশি। কিন্তু একটু পরেই বিল্ডিং গুলো দৌড় থামিয়ে দিল। এই জ্যাম একদম ভাললাগেনা ইশির। সবকিছু কে থামিয়ে দেয়। তবে পথের নোংড়া ছেলেমেয়ে গুলো জ্যাম কে খুব ভালবাসে।

আজব প্রশ্নের গজব উত্তর

প্রশ্নঃ দেশে জনসংখ্যা কমানোর জন্য কি কি করা যায়? উত্তরঃ বিবাহ করা থেকে নারী পুরুষ কে বিরত থাকার জন্য উদবুদ্ধ করতে হবে। স্বামী স্ত্রীর বিছানা আলাদা করা যায়। বিছানা এক হলেই মহামারী দেখা দেবে এমন আতঙ্ক ছড়ানো যায়

শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪

কি দারুন দেখতে: সিনেমা দেখে দর্শক তৃপ্তির ঢেকুর তুলতে পারবেন (মুভি রিভিউ)

প্রথম শো শুরু হওয়ার বেশ কিছুক্ষন আগেই হলে চলে গিয়েছিলাম। শীতের দিনে প্রথম শো তে তেমন একটা দর্শক হয়না। প্রায় ফাঁকা হলেই দেখতে ঢুকে গেলাম সিনেমা "কি দারুন দেখতে" ।
আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য এবং ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় বাপ্পী ও মাহী অভিনীত ছবি "কি দারুন দেখতে"

কাহিনী সংক্ষেপ: 
ঢাকায় এসেই দাদা মারা যায় ছোট ছেলে আপনের। ফলে তার আশ্রয় হয় পেশাদার এক বাটপারের ঘরে। বাটপার দম্পতি নি:সন্তান হওয়ায় আপন কে তাদের নিজের সন্তানের মত লালন পালন করে। আপনও তাদের বাবা মা বলেই ডাকতে শুরু করে।  পরবর্তীতে এই আপনই বড় হয়ে আমাদের নায়ক বাপ্পী তে পরিণত হয়। বাপ্পীর বাটপার বাবা বাপ্পীকে বাটপারি করে এক নামকরা  কলেজে ভর্তি করিয়ে দেয়।

কলেজের দুই ছাত্র গ্রুপের নেতা সাগর এবং আগুন। নির্বাচনে আগুন কে প্রতিহত করার জন্য সাগর কলেজে অস্ত্রের মহড়া দেয়। এখানে বলে রাখা ভালো সাগরের "লুক" টা ভিলেন শব্দের সাথে বেশ ভালোভাবেই মানিয়ে যায়। কিন্তু তার আঞ্চলিক টানে শুদ্ধ ভাষা টা একটু বেমানানই লাগছিল। সাগর যতই অস্ত্রের মহড়া দিক আগুনের কাছে সে পরাস্ত হয় এবং পুলিশের হাতে গ্রেফতার হয়। এই আগুনই সিনেমার অন্যতম মূখ্য চরিত্র।

সিনেমায় মাহী কে দেখা যায় তার চেহারা নিয়ে সে বড়ই ঝামেলার মাঝে আছে। সুন্দরী হওয়ায় দলে দলে ছেলেরা তার পিছু নেয়। ছেলেদের উতপাত থেকে বাচতে সে সারা গায়ে কালি মেখে কালো মেয়ের রুপ ধারন করে। তার কালো চেহারা নিয়ে বেশ কমেডী লক্ষ্য করা যায়।

এদিকে বাপ্পীর মায়ের ক্যান্সার ধরা পড়ে। চিকিতসার জন্য এক সপ্তাহের মধ্যে ৩০লক্ষ টাকা লাগবে। কিন্তু টাকা জোগাড়ের কোনো পথ না পেয়ে বাপ্পীও বাটপারি করে টাকা জোগাড়ের সিদ্ধান্ত নেয়। বড়লোকের মেয়েদের সাথে প্রেম করে তাদের বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার প্ল্যান করে। বাপ্পীর এক সাথে তিন চারটা মেয়ের সাথে প্রেম করা মাহীও লক্ষ্য করে। ইতোমধ্যে বাপ্পী প্রথম মেয়ের বাবার কাছ থেকে ১০লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু বিপত্তি বাধে দ্বিতীয় মেয়ের বাবার কাছ থেকে টাকা হাতানোর সময়। বাপ্পীর অতিমাত্রায় ইমোশনাল সংলাপে মেয়ের বাবাই ইমোশনাল হয়ে পড়ে এবং বাপ্পীর সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়। অবস্থা বেগতিক দেখে বাপ্পী এবং বাপ্পীর বাবা সেখান থেকে কেটে পড়ে। পুরো বিষয় টা কালো মেয়ে মাহী লক্ষ্য করে। মাহী বাপ্পীদের কাছে টাকার ভাগ চায়। পুলিশের ভয় দেখানো তে মাহী কে বাপ্পীরা তাদের পার্টনার করে নেয়।

এবার মাহীই বাটপারি করার জন্য মক্কেল জোগাড় করে। দুদকের কর্মকর্তা সেজে তারা কলেজের প্রিন্সিপালের বাসায় হানা দেয় এবং ২৫লক্ষ টাকা হাতিয়ে নেয়। এদিকে মাহীকে কালো মেকআপ ছাড়া অবস্থায় দেখে বাপ্পী মাহীর প্রেমে পড়ে যায় এবং মাহীর পিছনে ঘুরতে থাকে। কিন্তু মাহী চিট বাটপার বাপ্পী কে পাত্তা দেয় না। সে ভাবে মাহীকেও সে ধোকা দেবে ।

জেল থেকে ছাড়া পেয়ে সাগর আগুনের উপর হামলা করে। মাহীই আগুন কে গুলির হাত থেকে বাচায়। আগুনও মাহী কে দেখে মাহীর প্রেমে পড়ে যায়। সে মাহী কে তার ভালোবাসার কথা বলে। মাহী কাটা দিয়ে কাটা তোলার জন্য আগুন কে বলে সে বাপ্পী  কে ভালোবাসে। একথা শোনা মাত্রই আগুন বাপ্পীর  কাছে  গিয়ে মাহীকে ভিক্ষা চায়। এ কথাও বাপ্পী  কে মনে করিয়ে দেয় "তোর তো অনেক মেয়েই আছে। মাহীকে ছেড়ে দে" । বাপ্পী  এতে রাজী না হওয়ায় বাপ্পীর সাথে আগুনের মারামারি হয়। বাগানের বাঁশের বেড়ার সাথে বাপ্পীর চোখে আঘাত লাগে। এসময় আগুন লক্ষ্য করে বাপ্পীর গলায় একটা লকেট। যেই লকেট টা সে ছোটবেলায় তার বন্ধুকে দিয়েছিল আগুনের জীবন বাচানোর জন্য। আগুন বুঝতে পারে বাপ্পীই তার ছোটবেলার বন্ধু। এবার সে নিজেই মরিয়া হয়ে যায় বাপ্পীকে বাচানোর জন্য। সিনেমার এখানে এসে কাহিনী বেশ জমে ওঠে।

হাসপাতালে চিকিতসাকালীন অবস্থায় মাহী বাপ্পীকে ভালোবেসে ফেলে। পুলিশ কেস নিতে হাসপাতালে আসলেও বাপ্পী কারো বিরুদ্ধেই অভিযোগ করেনা। এতে আগুন রেগে যায়। সে হাসপাতালে এসে বাপ্পীর মুখে বালিশ চেপে ধরে পরে বাপ্পীকে পানি খাওয়ায়। তার আক্রোশ কেন বাপ্পী তার নামে অভিযোগ করেনি ।  এদিকে আগুনের ভাই মিশা সওদাগর এবং মাহীর ভাই ওমর সানী মাহী এবং আগুনের বিয়ে ঠিক করে। আগুন যদিও মাহীকে ভালোবাসে তবুও সে বিয়েতে রাজী হয়না বন্ধুর ভালোবাসার জন্য। মিশা হাসপাতালে গুন্ডা পাঠায় বাপ্পীকে মেরে ফেলার জন্য, কিন্তু এখানেও আগুন এসে বাপ্পী এবং মাহী কে বাচায়।

সিনেমার শেষ দিকে ওমর সানী ভাড়া করা গুন্ডা নিয়ে যায় তার বোন কে উদ্ধার করার জন্য এবং বাপ্পী কে মারার জন্য। বাপ্পী অন্ধ অবস্থাতেই মারামারি করে। আগুন এসে বাপ্পীকে সহযোগীতা করে। এক পর্যায়ে বাপ্পীকে বাচাতে গিয়ে আগুন গুলিবিদ্ধ হয়। সে তার চোখ দুটো বাপ্পী কে দিয়ে যায়। আগুনের চোখে দেখতে পায় বাপ্পী মাহীকে। বন্ধুর চোখে দেখতে পায় বাপ্পী দুনিয়া।

সিনেমাটিতে প্রেম ভালোবাসার পাশাপাশি বন্ধুর প্রতি ত্যাগ ভালোবাসা বেশ ভালোভাবে ফুটে উঠেছে।

যা ভালো লেগেছে:
সিনেমাটার কাহিনীর মাঝে বেশ বৈচিত্র আছে যা অন্য বাংলা সিনেমায় পাওয়া যায় না। পুরো সিনেমায় আগুনের সংলাপ এবং নতুন হিসেবে অভিনয় ছিল অনবদ্য। এক কথায় আগুনের উপস্থিতি সিনেমাটাকে উপভোগ্য করে তুলেছে। বাপ্পীর কাছে মাহীকে চাইতে আসা, হাসপাতালে বাপ্পীর মুখে বালিশ চাপা দিয়ে ধরার পর পানি খাওয়ানো, নিজের ভাইয়ের গুন্ডাদের হাত থেকে বাপ্পী মাহীকে বাচানোর অভিনয় টুকু বেশ দারুন ছিল। ক্যামেরার কাজ ভালো ছিল। কমেডী দৃশ্য গুলোও বেশ মজার ছিল। একশন দৃশ্য গুলো তে অহেতুক ওড়াউড়ির চেষ্টা করা হয়নি এবং কেবল কিংবা ওয়্যার দেখা যায়নি। কালার ঠিকঠাকই লেগেছে।

যা ভালো লাগেনি:
ব্যক্তিগতভাবে সিনেমার গানগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তিনা, মিনা, শিলার সাথে প্রেম করে ধোকা দেয়ার পরও বেশ কয়েক বার বাপ্পীদের সাথে তাদের স্বাভাবিক ভাবে দেখা গেছে, যেন তাদের সাথে বাপ্পীর প্রেমই হয় নি। মাহী কে প্রথমে দেখা যায় কালো মেয়ে হিসেবে কলেজে আসতে। পরবর্তীতে সে স্বাভাবিক ভাবেই আসে। কিন্তু হুট করে একটা মেয়ে উধাও এবং আরেকটা মেয়ের আবির্ভাব দর্শকদের কাছে পরিষ্কার ছিল না। বেশ কিছু জায়গায় মাহীকে কুচকুচে কালো দেখা গেছে আবার কিছু জায়গায় মাহীকে স্বাভাবিক কালো দেখা গেছে। সহশিল্পীদের অভিনয় ও সংলাপ জোরালো ছিল না। এটা বাংলাদেশের সিনেমার চিরায়ত সমস্যা। আরেকটা সমস্যা হল উতসুক জনতা নিয়ন্ত্রন করতে না পারা। হাসপাতালে যখন গুন্ডারা বাপ্পীকে মারার জন্য অস্ত্র নিয়ে আসে তখন ডাক্তার কিংবা নার্সদের আতঙ্ক হওয়ার মত কোনো দৃশ্য দেখা যায় নি। উচিত ছিল তাদের কিঞ্চিত আতঙ্ক হওয়ার দৃশ্য ধারন করা।
শেষ দৃশ্যে যখন আগুন গুলিবিদ্ধ হয় তখন সবাই তার সংলাপ শুনছিল এবং চিতকার করে কাদছিল। এবং সেখানেই আগুন মারা যায়। অথচ সেখানে বেশ কয়েকটি মাইক্রো ছিল। চাইলেই মাইক্রোর ভিতর তার মারা যাওয়ার দৃশ্য ধারন করা যেত। তার সংলাপও দেয়া হত, তাকে বাচানোর চেষ্টাও করা হত।

সিনেমা-কি দারুন দেখতে
কাহিনী-ওয়াজেদ আলী সুমন
চিত্রনাট্য ও -  আবদুল্লাহ জহির বাবু
অভিনয়ে- বাপ্পী, মাহী, মিশা সওদাগর, ওমর সানী, শাহরিয়াজ, ডা: এজাজ প্রমুখ।
সঙ্গীত পরিচালক- আহমেদ হুমায়ূন
গীতিকার- সুদীপ কুমার দীপ
মুক্তি- ৩১জানুয়ারী ২০১৪

মন্তব্য:
সব দিক বিচারে বলা যায় সিনেমা টা বেশ ভালো। দর্শক দেখলে হতাশ হবে না। বিনোদনের উদ্দেশ্যে দেখলে অবশ্যই বিনোদন পাওয়া যাবে। সবাইকে সুযোগ পেলে সিনেমাটা দেখার জন্য আমন্ত্রন জানাচ্ছি। :-) আশা করি ভবিষ্যতে আরো ভালো সিনেমা দেখা যাবে

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

ময়লা বাবা এবং আমি: পর্ব-৪ (রম্য)

ময়লা বাবা এবার স্ট্যাটাস মারিলেন ফেসবুক সেলিব্রেটি তত্ত্ব নিয়ে -
কিছুদিন আগে ছেলে জিগ্যেস
ইনবক্সে জিগ্যেস করতেছে ,"ভাই , ফেসবুক
সেলিব্রিটি কেমনে হয়?"
আমি বললাম ,"সেলিব্রিটি কেমনে হয়
জানিনা , তবে আপনি যদি ভালো কিছু
লেখা পোষ্ট করতে পারেন
সেলিব্রিটি না হইতে পারলেও
আস্তে আস্তে কিছু মানুষ আপনার
লেখা ভালোবাসবে এইটা নিশ্চয়তা দি
আপনার নতুন লেখার জন্য
তারা অপেক্ষা করবে"

ময়লা বাবা এবং আমি: পর্ব-৩ (রম্য)

ফেসবুক সেলিব্রেটি ময়লা বাবা যথারীতি তার স্ট্যাটাস পুস্টানো অব্যাহত রাখিলেন। তো একদিন তিনি স্ট্যাটাস মারিলেন-
মেয়েটাকে পরিচিত মনে হচ্ছে ,
অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি, মনে হয়
আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে আছে।
ফেসবুকে সবাই এডিট
করে ছবি দেয়াতে ফেসবুকের
বাইরে কাউরে দেখলে সহজে চেনা যায়
না। মেয়েটা আমার
দিকে এগিয়ে আসছে...
মেয়েঃ এই যে , আপনি আমার
দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন?

ময়লা বাবা এবং আমি: পর্ব-২ (রম্য)

একদা ময়লা বাবা স্ট্যাটাস মারিলেন-
প্রতিরাতে ঘুমাইতে সমস্যা হয় , পাশের
বাসার দারোয়ান চাইনিজ
মোবাইলে গান শুনে সারারাত। গত
রাতেও গান ছাড়ছে ,"ও ললিতা , কোমর
বাঁকাইয়া বাঁকাইয়া চইলা গেলা ,দিলে
আমি জানালা খুলে বললাম ,"মামা ,
ভলিউম টা একটু কমানো যায় না?"
দারোয়ানঃ আইচ্চা ঠিক আছে , বন্ধ
কইরা দিতেছি।
একটু পর শুরু হইছে নতুন যন্ত্রণা,মোবাইল
ে গান অফ করছে , এখন
সে নিজে উচ্চস্বরে গাওয়া শুরু করছে,"ও
ললিতা ... ও ললিতা ... ও ললি ...

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

ময়লা বাবা এবং আমি: পর্ব-১ (রম্য)

ময়লা বাবা স্ট্যাটাস মারিলেন -
আমার মত সাধারন
জনগণরা আছে মাইনক্যা চিপার মধ্যে...
মুসলমানদের পক্ষে যদি কোনও
কথা বলি তাহলে, পাদা / বিএনপি,
জামাত শিবির ট্যাগ মারা হয় ;
আবার যদি বলি , হিন্দুদের বাড়িঘর
পুরানো উচিত হয় নাই, তাইলে ভাদা /
নাস্তিক / আওয়ামী ট্যাগ দেয়া হয়;
...আফসোস এখন পর্যন্ত কেউ

সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪

একই সূতোয় গাঁথা দুটি বিচ্ছিন্ন ঘটনা গত আধা ঘন্টার ভিতর দুটি ঘটনা……



ঘটনা-১
রাস্তা দিয়ে হাটছি। উদ্দেশ্য মোড়ের
একটা দোকানে যাওয়া। সেই
মুহুর্তে দুইটা মেয়ে পাশ
কাটিয়ে গেলো। পাশ কাটানোর সময়
তাদের একজন বলল, “উফ কি ঝাল রে বাবা!”
ঠিক তখনই অপর মেয়েটা বলল, “এখন
একটা (মুখ দিয়ে অদ্ভুত শব্দে চুমুর ইঙ্গিত
করে) দরকার” এবং দুজনের মিলিত হাসি
ঘটনা-২
আমি মোড় থেকে বাসার
দিকে ফিরে আসছি। এবার
পথিমধ্যে দ্বিতীয় মেয়েটা। আমি যখন
তাকে অতিক্রম করব ঠিক সেই
মুহুর্তে মেয়েটি কচি কাচা বাচ্চাদের
আই লাভ ইউ বলা শেখাচ্ছে,”এই
বলো বলো আই লাভ ইউ বলো”
ফুটনোট:- আল্লাহ আইজ কাইলকার
মাইয়াগুলা যা হইছেনা!
মতিগতি বোঝা বড় দায় । ঝালের এই
মেডিসিন যে কে আবিষ্কার করল!
১৩ জানুয়ারী ২০১৪, বিকাল ৫টা

শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

ক্রাশ কথন (রম্য)

ক্রাশ কথন
কনফেশন পেজ ঘুরলেই নানা ধরনের ক্রাশ দেখা যায়, আমি ক্রাশ নিয়ে কয়েকটা বাক্য দিলাম।
আপনার একটি ক্রাশ বদলে দিতে পারে একটি ছেলের অনুভূতির দুনিয়া। কিছুক্ষনের জন্যও তাকে বিনা টিকিটে আকাশ ভ্রমণ করিয়ে আনে। আমার মতে ক্রাশায়িত হওয়া সকলের অধিকার্।
তাহলেই আমরা সাকিবের বুস্ট এডের মত বলতে পারব "ক্রাশ ইজ আওয়ার সিক্রেট এনার্জী"
তামিমের মত বলতে পারব "আমি সেঞ্চুরী করি কিভাবে জানো? রোজ মেয়েরা আমার উপর ক্রাশ খায় তাই" (পরিবর্তিত)
নাসিরের গ্ল্যাক্সোজের মত বলে উঠবো "খুব টায়ার্ড" তখন কেউ বলে উঠবে "এই নাও ক্রাশ "

 
Tricks and Tips