প্রশ্ন: প্রেমিকার কলেজের সামনে আপনি কী হাতে নিয়ে দাঁড়িয়ে.থাকেন?
উত্তর: ককটেল। পিকেটিং করি।
প্রশ্ন: ফোন নাম্বারটা দেউ…
উত্তর: খালেদা জিয়ার না হাসিনার?
প্রশ্ন: এক কথায় বিশ্লেষণ করেন – এই গাভি দুধ দেয় না কেন ?
উত্তর: এই গাভির বিয়ে হয়নি। এখনো কুমারী।
[প্রথম তিন টা রাজি ভাইয়ের]
প্রশ্ন: নাকে কাপড় চাপা দিয়ে রাখছ
ক্যান?
উত্তর: আপনি দুই সপ্তাহ ধরে গোসল
না করায় ……… বাকিটুকু আর বললাম না
প্রশ্ন: গাধা আর আপনার মধ্যে মিল
কোথায়?
উত্তর: গাধা আমাকে প্রশ্ন করে,আর
আমি তার উত্তর দেই দুটি #পরিপূরক কাজ কি সুন্দর ভাবে চলে আমাদের দিয়ে।
প্রশ্ন: আপনি এখন বাচ্চা থাকলে কি কাজ করতেন যা এখন করতে পারেন না?
উত্তর: যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করিতাম
(এইডা গ্যান্দা কালের) মাইয়াগো বেঞ্চে চুইংগাম লাগায়া রাখতাম (এইডা একটু বড় কালের)
প্রশ্ন: ৫ বছরের সিনিয়র কোনো মেয়ে আপনার সাথে প্রেম করতে চাইলে কি করবেন?
উত্তর: মাইয়া সুন্দরী হইলে তার বিয়ে হওয়ার আগ পর্যন্ত প্রেম করবো । বিয়ে হয়ে যাওয়ার পর শাশুড়ি পোস্টে পাঠিয়ে দেবো।
প্রশ্ন: পড়েনা চোখের প্লক … টিং! এড মি … আই এম ব্লক ! দোহাই
লাগে… বন্ধু আমায়… একটু ফলো করো… আমি লাইক হারাবো ! রিপোর্ট খাবো… খোঁচাতে পারবেনা কেউ… ও ও ও ও…
উত্তর:-বন্ধু তিনদিন তোরে অ্যাড
দিলাম, একসেপ্ট করলিনা, বন্ধু তিনদিন।অ্যাড পাঠাইতে ৫ কেবি, ইগনোর করায় ১০ কেবি। ওয়েটিং এ ১৫ কেবি উসুল হইলো না,এবার তুই ব্লক খা!
প্রশ্ন: ও বন্ধু কেনো ভালোবাসনি ?
উত্তর: আব্বু-আম্মু মানা করসে!
প্রশ্ন: নৌকা নাকি ধানের শীষ ????
উত্তর: তার আগে কন আপনারে.শেখ হাসিনা না খালেদা জিয়া পাঠাইছে? আমি বুঝিনা আমাকে নিয়ে উনারা এতো টানাটানি করছেন কেন? প্রতিদিন ফোন,.ইমেইল উফ যন্ত্রনা
bhala oiche
উত্তরমুছুনথ্যাংকস
মুছুনসিরাম হয়েছে ভাই জান
উত্তরমুছুনআরে নয়ন ভাই। আপনে এইখানে? থ্যাংক্স :-)
মুছুনরিপোস্ট নাকি? আগে পড়ছিলাম মনে হইলে....!
উত্তরমুছুনআগের পোস্ট টা রিমুভ করে দিয়েছিলাম
মুছুন