রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

এস এস সি'র প্রশ্ন যখন ফেসবুকে পাওয়া যায় (রম্য)

নিউজফীডে স্ট্যাটাস আকারে এস এস সি পরীক্ষার প্রশ্ন দেখলাম। অনেকেই আবার স্ট্যাটাস দিচ্ছেন "কারো কাছে এস এস সি পরীক্ষার  প্রশ্ন থাকলে ইনবক্স করেন"। এ সম্পর্কিত পেজও তৈরী হয়ে গেছে  দেখলাম। বিষয়টা এমন দাড়িয়েছে-
*এস এস সি পরীক্ষার প্রশ্ন এখন ফেসবুকে।
*পরীক্ষায় ভালো করতে চাও? এখনই টেক্সটবুক ছেড়ে ফেসবুকে চোখ বোলাও।
*অবশেষে প্রমানিত হলো ফেসবুকই পরীক্ষায় কমন পাওয়ার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বুক।
*আমার কাছে এস এস সি পরীক্ষার প্রশ্ন আছে। প্রশ্ন পেতে চাইলে এড মি প্লিজ। (এড মি পাগলাদের এড মি শিল্পে নতুন সংযোজন)
*সুখবর সুখবর সুখবর!
সাধারণ গণিতের এক্সক্লুসিভ প্র্ন।
১ নং প্রশ্ন ……Continue reading (পেজ প্রোমোটার রা এই পন্থা অবলম্বন করতে পারেন)
*বাংলা প্রথম পত্রের জন্য যেই প্রশ্ন দিয়েছিলাম তা শতভাগ কমন এসেছে। পরবর্তি প্রশ্ন পেতে লাইক দিয়ে এক্টিভ থাকুন (লাইক খোর এডমিন)
*এক হিন্দু চ্যালেঞ্জ করেছে আমি নাকি ইসলাম শিক্ষার প্রশ্ন ফাঁস করে ১০০০০ লাইক পাবোনা। আপনারা লাইক দিয়ে নিজে উপকৃত হোন পাশাপাশি হিন্দুটাকে হারিয়ে দিন (ধর্ম ব্যবসায়ী এডমিন)
*নিচে ৫জন এক্টিভ প্রশ্ন ফাঁস কারীর আইডি দেয়া হলো। দয়া করে সবাই তাদের এড করে নিন । (আইডি প্রোমোট স্টাইল)
*স্ট্যাটাস: এফ দিয়ে একটি বাক্য লিখুন তো?
সিলেটি ব্যক্তির কমেন্ট: ফেসবুকে ফ্রতিটা ফরীক্ষার ফ্রশ্ন ফাঁস হয়।
*টাক্লা: karo kaca hagar bacar dare uponnus ar kono prosni aca? amaka akgon pad da nodir magir pacha pacha prosno deaca. Ai rokom bondami ame muteo lick korina. gay amaka ai pacha pacha prosno diaca tar dick a agun borshon huk. Tar pussy cae.
*আপনি কি পরীক্ষা নিয়ে চিন্তিত? দুষ্টামি ফাইজলামি ফাতরামি করে টাইম নষ্ট করেছেন? এখন পরীক্ষার সময় চোখে গ্যান্দা ফুল #দেখছেন? তাহলে আপনি আমাদেরই খুজছেন। আর নয় লেকচার পাঞ্জেরী,
আর নয় দেরী।
ফেসবুকে একাউন্ট খোলো তাড়াতাড়ি। ঘরে বসেই পেয়ে যাবেন পরীক্ষার এক্সক্লুসিভ প্রশ্ন। বিফলে মূলো ফেরত।
প্রশ্ন ফাঁস করে পরীক্ষার্থীদের সামনে মূলো ঝুলিয়ে দেয়া হচ্ছে। এতে করে দুইটা জিনিস হবে।
১/যারা আসলেই ভালো ফলাফলের যোগ্য, তাদের ভালো ফলাফল টাকে অনেকেই ভালোভাবে মূল্যায়ন করবে না। প্রশ্ন ফাঁসের উপর অনেকে ক্রেডিট দেবে।
২/যারা ভালো ফলাফলের যোগ্য নয়, কিন্তু প্রশ্ন পেয়ে কোনোমতে ভালো ফল করে ফেলে তাদের পা মাটিতে পড়বে না। এরাই যত নষ্টের মূল হবে।
পরিশেষে সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা। বিশুদ্ধ ভাবে পরীক্ষা দিয়ে সবাই বিশুদ্ধ রেজাল্ট করুক।

৩টি মন্তব্য:

  1. হুম,
    বর্তমান অবস্থা যেভাবে এগুচ্ছে তাতে এই হবে। আজ এটা তো কাল এটা টপিক শেষ পর্যন্ত আমাদের পরীক্ষার পশ্নের টপিকে রূপ নিয়েছে। মুক্তির পথ কি বল??

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আসলেই আজকাল এটা টপিকে রূপ নিয়েছে। মুক্তির উপায় জানেন শিক্ষামন্ত্রী

      মুছুন
  2. আসলেই আজকাল এটা টপিকে রূপ নিয়েছে। মুক্তির উপায় জানেন শিক্ষামন্ত্রী

    উত্তরমুছুন

 
Tricks and Tips