সময়কাল ২০১৪......
কিরে মন খারাপ করে বসে আছিস কেন?
-দোস্ত বিরাট কেরিখেছাং হইয়া গেছে
কি হয়েছে?
-“প্রেম পিপাসু বালিকা” নামে একটা সেইরাম আইডি খুলছিলাম
ওরে হারামজাদা অইডা তুই আছিলি? এত্ত গুলা পচা তুই! আমি মাইয়া ভাইবা এতদিন তোর লগে লুলামি করছি!
-আরে আগে হুনবি তো কাহিনি। ৬ দিনে ৭০০০ ফ্রেন্ড আর ৮০০০ ফলোয়ার হইছিল।
কস কি!!!!!
-ছবি গুলাও দিছিলাম সেইরাম সেইরাম
হ এর লেইগাই তো আমি ব্রেকআপ করলাম :’(
-আরে রাখ। আইডি ডা সেলিব্রেটি আইডি বানাইতে গেছিলাম।
কেমনে?
-জুকার রে পচাইয়া একটা পোস্ট দিছিলাম। লিখছিলাম “জুকার একটা লুল। ওর আসল রুপ ও একটা প্লেবয়। আমি আমার ফোন নাম্বার দিয়েছিলাম ওকে। মাঝে মাঝেই কথা হতো। কিন্তু ওর ভাব চক্কর আমার ভাল লাগে নাই। আমার সাথে প্রেম করতে চাইছিল। আমি কেটে পড়ায় আমাকে গালি দিয়ে মেসেজ দিয়েছিল। ওর আসল নাম পোকার। খালি আমাকে পোক মারত। মাঝে মাঝে কিল ঘুষিও মারত, তখন ওকে কিলার আর ঘুষার বলতাম। আমার জন্যই ও ফেসবুক থেকে কিল ঘুষি অপশন সরিয়ে ফেলেছে। আরও কি কি অপশন যেন এড করতে যাচ্ছিল। আমি করতে দেইনি। ও খুব খারাপ। মেয়ে দেখলেই অর মাথা ঠিক থাকেনা“
তারপর?
-মানুষ জুকার রে গালি দেয়া শুরু করল। লুচ্চা খাচ্চর হাবিজাবি বলল। আমারও পপুলারিটি বাড়ছিল। মজাও পাচ্ছিলাম।
সমস্যাটা কি?
-আরে জুকারের বাচ্চা আইডি তো ব্লক করে দিছে :’(
ব্লক করলে প্রব কি? ফটো ভেরিফিকেশন করে ঠিক কর
-আরে ফটো ভেরিফিকেশন চাইলে তো কবেই ঠিক করতাম। জেন্ডার ভেরিফিকেশন চায়
কস কি! আচ্ছা সমস্যা নাই। আজকাল চিকিৎসা বিজ্ঞান অনেক আগাইয়া গেছে। তুই ডাক্তার এর কাছে যা। আগে তো তোর আইডি বাচা পরে জেন্ডার।
-দোস্ত ডাক্তার এর কাছে গেলে কাম হইব তো?
হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে
কিরে মন খারাপ করে বসে আছিস কেন?
-দোস্ত বিরাট কেরিখেছাং হইয়া গেছে
কি হয়েছে?
-“প্রেম পিপাসু বালিকা” নামে একটা সেইরাম আইডি খুলছিলাম
ওরে হারামজাদা অইডা তুই আছিলি? এত্ত গুলা পচা তুই! আমি মাইয়া ভাইবা এতদিন তোর লগে লুলামি করছি!
-আরে আগে হুনবি তো কাহিনি। ৬ দিনে ৭০০০ ফ্রেন্ড আর ৮০০০ ফলোয়ার হইছিল।
কস কি!!!!!
-ছবি গুলাও দিছিলাম সেইরাম সেইরাম
হ এর লেইগাই তো আমি ব্রেকআপ করলাম :’(
-আরে রাখ। আইডি ডা সেলিব্রেটি আইডি বানাইতে গেছিলাম।
কেমনে?
-জুকার রে পচাইয়া একটা পোস্ট দিছিলাম। লিখছিলাম “জুকার একটা লুল। ওর আসল রুপ ও একটা প্লেবয়। আমি আমার ফোন নাম্বার দিয়েছিলাম ওকে। মাঝে মাঝেই কথা হতো। কিন্তু ওর ভাব চক্কর আমার ভাল লাগে নাই। আমার সাথে প্রেম করতে চাইছিল। আমি কেটে পড়ায় আমাকে গালি দিয়ে মেসেজ দিয়েছিল। ওর আসল নাম পোকার। খালি আমাকে পোক মারত। মাঝে মাঝে কিল ঘুষিও মারত, তখন ওকে কিলার আর ঘুষার বলতাম। আমার জন্যই ও ফেসবুক থেকে কিল ঘুষি অপশন সরিয়ে ফেলেছে। আরও কি কি অপশন যেন এড করতে যাচ্ছিল। আমি করতে দেইনি। ও খুব খারাপ। মেয়ে দেখলেই অর মাথা ঠিক থাকেনা“
তারপর?
-মানুষ জুকার রে গালি দেয়া শুরু করল। লুচ্চা খাচ্চর হাবিজাবি বলল। আমারও পপুলারিটি বাড়ছিল। মজাও পাচ্ছিলাম।
সমস্যাটা কি?
-আরে জুকারের বাচ্চা আইডি তো ব্লক করে দিছে :’(
ব্লক করলে প্রব কি? ফটো ভেরিফিকেশন করে ঠিক কর
-আরে ফটো ভেরিফিকেশন চাইলে তো কবেই ঠিক করতাম। জেন্ডার ভেরিফিকেশন চায়
কস কি! আচ্ছা সমস্যা নাই। আজকাল চিকিৎসা বিজ্ঞান অনেক আগাইয়া গেছে। তুই ডাক্তার এর কাছে যা। আগে তো তোর আইডি বাচা পরে জেন্ডার।
-দোস্ত ডাক্তার এর কাছে গেলে কাম হইব তো?
হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন