শুক্রবার, ২৮ জুন, ২০১৩

এত্ত গুলা পচা (রম্য)


মেহজাবিন চৌধুরী স্ট্যাটাস দিয়েছিলেন Amar line "#Attto gulo pocha tumi" ekhon permission chhara natok e use kora hocche !!!
Ki kora uchit!??? :@@@

ওকে জানু, আমি তোমাকে কয়েকটা সমাধান দিচ্ছি।
১। জাতীয় সংসদে এটা নিয়ে বিল উত্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে সরকার দলের সহযোগিতা নেয়া উচিত।
২। ইস্যু টা নিয়ে হরতাল ডাকা যেতে পারে। এ জন্য বিরোধী দলের সাহায্য নেয়া দরকার। মেহজাবিন এর জন্য ২-৪ টা গাড়ি পুড়লে অসুবিধা নাই।
৩। আরামবাগে Attto gulo pocha মঞ্চ বসানো যেতে পারে।
৪। হাইকোর্ট এর রুল জারি করা যেতে পারে।
৫। কপিরাইট করে রাখতে পার লাইন টা।
৬। নাটকের ডিরেক্টর এর নাম উল্লেখ করে Attto gulo pocha ডিরেক্টর tumi লিখে স্ট্যাটাস দিতে পার। ও তুমি তো আবার বাংলা লিখতে পারনা। ডিরেক্টর লেখাটা আমার এখান থেকে কপি করতে পার (তবে কারটেসি দিও। আজ কাল স্ট্যাটাস চোরের সংখ্যা বেরে গেছে)
৭। তোমার পাঙ্খা দেরকে বল ডিরেক্টর এর বাড়ি অ্যাটাক করতে। তারা তোমার জন্য সব করতে পারে(পরীক্ষা করতে চাইলে . দিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দেখ)। সোলজার অ্যাটাক। (আমিও তোমার পাঙ্খা, তয় ঘুরিনা)
৮। ইউনিভার্সিটি নাটকে দেখেছি দারুন কারাতে পার তুমি। ইয়া ঢিসুমাইক বলে ডিরেক্টর নাক বরাবর একটা বসালেই হবে। (মশা মারবেনা খবরদার)
৯। পরবাসিনী সিনেমায় তুমি নাকি এলিয়েন ? এলিয়েন এর তো সুপার পাওয়ার থাকার কথা। সেটা অ্যাপ্লাই করতে পার। 
১০। ঢাকার কোন ব্যাস্ত পথে আমরন অনশনে বসতে পার। (গোপনে খাবারের সাপ্লাই রেখ, আর আশেপাশে যেন ভাঙ্গা থালা পড়ে না থাকে)
১১। বিভিন্ন স্ট্যাটাস এ add me add me স্টাইলে “হেল্প মি হেল্প মি বাঁচাও বাঁচাও, এক বজ্জাত ডিরেক্টর আমার বিখ্যাত লাইন চুরি করে নিয়ে যাচ্ছে। পিলিচ হেল্প মি” কমেন্ট করতে পারেন (কিছুটা সিনেমাটিক স্টাইল হওয়া চাই)। কমেন্টে জঞ্জাল থাকলে ভাল হয়। (বাংলিশ টা জানতে হলে আমার সাহায্য নিতে পার) 
১২। লজ্জা পাওয়ার দরকার নেই। আমাকেও বলতে পার। এই যে লাঠি নিয়ে দাঁড়ালাম। ডিরেক্টর আমার বাড়ির সামনে দিয়ে গেলেই  ঠাডায়া একখান থাবড়া দিমু।

-এটা আমার এলাহি শাহী হারবাল টেকনোলজি উইথ গাছ গাছড়ার নির্জাস  সমৃদ্ধ সমাধান, বিফলে মুলো ফেরত   
                         

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips