অগ্নি (মুভি রিভিউ)

যেহেতু ভ্যালেন্টাইনস ডে, তাই শঙ্কা ছিল সিনেমা হলে অধিকাংশই জোড়ায় জোড়ায় থাকবে । তাই বন্ধুকে বোরকা পরিয়ে হলে নিয়ে যেতে চেয়েছিলাম। বন্ধুকে এই..

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

নববর্ষের রম্য সাক্ষাতকার (রম্য)

ইংরেজী নববর্ষ হিসেবে মুন্নি সাহা গেছেন সকলের অনুভূতি জানতে। প্রথমেই গেলেন অনন্ত জলিলের কাছে *মুন্নি: জলিল চা কি খবর? ২০১৩ তো চলে গেল। আপনার এতে অনুভূতি কি? জলিল: ইউ পম গানা? হুয়াঠ ইজ চা? আই এম আনান্ট এজে। ঠমি ক্রুশ অফ বাংলাদেশ। অনুভূতি তো চরম রে মুন্নি। বুঝলি শশুর বাড়ি গেছিলাম হেলিকুপ্তার নিয়া। নিসসার্তু বালবাসা সিনেমায় নিজের হার্ট বের করে দেখাইছি। তার ভিতর নিজের ছবি লাগাইছি। কিপ্টা গেরামিন পুন থেকে ৫টাকা ধার নেয়া শিখাইছি। বুঝলি অসম্ভব কে সম্ভব করাই আমার কাজ। এইবছরে যত অসম্ভব কে সম্ভব আমিই করছি। নতুন বছরেও চলতে থাকবে। এই মুহুর্তে মুন্নি...

শীত এবং সীম কোম্পানি (রম্য)

সীম কোম্পানি গুলো মনে হয় শীতের কথা মাথায় রেখেই তাদের স্লোগান গুলো তৈরী করেছে। দেখে নেয়া যাক শীতের সাথে কার কেমন সম্পৃক্ততা। গ্রামীনফোন-কাছে থাকুন। *মানে তারা শীতের মাঝে কাছে থাকতে বলছে। যত কাছে থাকা যাবে উষ্ণতা তত বেশি বাংলালিংক-আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো? *আমরা লেপের নিচে, আপনি লেপের নিচে তো? শীতের জন্য কত্ত দরদ । রবি-জ্বলে উঠুন আপন শক্তিতে। *পরোক্ষ ভাবে এরা আগুন জ্বালানোর কথা বলছে যাতে শীত নিবারন করা যায়। শীত নিয়ে এরাও কম ভাবে না। এয়ারটেল-ভালোবাসার টানে পাশে আনে। *শীতের টানে পাশে আনে স্লোগানেরই যেন রোমান্টিক রুপ  আসলেই তো শীতের...

শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

আজব প্রশ্নের গজব উত্তরঃ পর্ব-৮ (রম্য)

প্রশ্নঃ দেশে জনসংখ্যা কমানোর জন্য কি কি করা যায়? উত্তরঃ বিবাহ করা থেকে নারী পুরুষ কে বিরত থাকার জন্য উদবুদ্ধ করতে হবে। স্বামী স্ত্রীর বিছানা আলাদা করা যায়। বিছানা এক হলেই মহামারী দেখা দেবে এমন আতঙ্ক ছড়ানো যায় প্রশ্নঃ সময়ের আলোচিত লায়িকা বর্ষা যদি তার সাথে অভিনয় করতে বলেন। করবেন? উত্তরঃ প্রথমেই আমার সবচেয়ে প্রিয় শত্রুকে খুন করে তার হার্ট টা আমার জামার নিচে বুকের সাথে বেধে রাখবো। এটা আমার হার্ট তা প্রমান করার জন্য হার্টের সাথে আমার একটা ছবি সেঁটে দেবো। বর্ষার সামনে গিয়ে এক টানে হার্ট টা বের করে এনে দেখিয়ে বলব "ইউ নো ল্যাব মি...

আজব প্রশ্নের গজব উত্তরঃ পর্ব-৭ (রম্য)

প্রশ্নঃ তোমার বউ যদি অনেক বাচাল হয় তবে কি করবে? উত্তরঃ অনেক পদ্ধতি আছে। সুঁই দিয়ে মুখ সেলাই করে দেবো। সুপার গ্লু দিয়ে ঠোট দুটো আটকে দেবো। নয়তো সবসময় রোমান্স করব :-P :-P প্রশ্নঃ জীবনে কোন সময়ে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলে? উত্তরঃ যেদিন পৃথিবীতে প্রথম ল্যান্ড করেছিলাম সেদিনই হবে হয়তো। তা নাহলে অতো জোরে কানছিলাম ক্যান? প্রশ্নঃ ভাই আপনের বিয়ের বয়স হইছে.......বিয়ে কইরা ফেলেন :P উত্তরঃ হ ঠিকই কইছেন, আপনি মেয়ে হলে আপনিই পাত্রী হয়ে যান আর ছেলে হলে কাজী হয়ে যান প্রশ্নঃ বসে বসে কাজ কাম নাই তোমার??? উত্তরঃ আমি যখন বসে থাকি...

আজব প্রশ্নের গজব উত্তরঃ পর্ব-৬ (রম্য)

প্রশ্নঃ ভাই আমার নিজেকে বিলাই মনে হয়। কি করুম? উত্তরঃ এক কাজ করেন। বাজার থেকে একটা বড় মাছ কিনে আনেন। তারপর মাছ ভেজে বসে বসে কাটা চিবান। গাছে গাছে ঝোলার প্র্যাক্টিস করেন। কারন বিবর্তন হয়ে কখন কি হয়ে যান বলা যায় না প্রশ্নঃ apne pram koran? উত্তরঃ প্রাম! আপনার প্রশ্ন শুইনা ধ্রাম কইরা পইড়া গ্লাম। না ভাই আমি প্রাম করাই না প্রশ্নঃ আপনি কোন ক্লাসে পড়েন? উত্তরঃ কেলাশ ফাইভ সেকেন্ড ইয়ার, সাবজেক্ট এরশাদোলজি এন্ড ডিম্বলজি প্রশ্নঃ ভাই আপনের বিয়া খামু কবে? উত্তরঃ জীবনেও আমার বিয়েতে আসবেন না, স্বপ্নেও না, ভার্চুয়াল বিয়েতেও...

আজব প্রশ্নের গজব উত্তরঃ পর্ব-৫ (রম্য)

প্রশ্নঃ জানটুশ চলো না বেড়াতে যাই। চলো না পাখি <3 উত্তরঃ জানের পরে টুশ! কয় টাকা খাইছেন ঘুষ? আবার ডাকেন পাখি! এত দু:খ কই রাখি?  আচ্ছা লন যাই। কই বেড়াইতে যামু সেইডা আমি ঠিক করুম। বাদবাকি সবকিছু আপনের উপ্রে প্রশ্নঃ মিল্ক ভিটার দাম যেইভাবে বারতেছে, কিন্তু দিন পরে কিসের দুদু খাবেন?? উত্তরঃ আমি দুধ খুব একটা খাইনা। খাইলেও খাটি গরুর দুধ খাই। মিল্ক ভিটার দাম বাড়লে আমার কিচ্ছু যায় আসে না। তয় মিল্ক ভিটা কোম্পানিরে একটা ফ্রি টিপস দিতে চাই। তারা যেন আপনার মত ছাগলের দুধও বাজার জাত করে। ব্যবসার প্রসার হবে প্রশ্নঃ বিয়ের কথা শুনলেই পোলাপাইন...

আজব প্রশ্নের গজব উত্তরঃ পর্ব-৪ (রম্য)

প্রশ্নঃ চকোলেট খাবা?‎   উত্তরঃ তোমার আব্বুর চকোলেটের ফ্যাক্টরী আছে বুঝি?? দাও দাও তোমার আব্বুর ফ্যাক্টরী আমার নামে লিখে দাও :-P :- প্রশ্নঃ ভাই কি সিগারেট খান?‎   উত্তরঃ আস্তাগফিরুল্লাহ। আপনে কি সিগারেট খান? গিলা খান না চাবায়া খান না চুইষা খান? বদহজম হয় না তো? প্রশ্নঃ রঘুপতি রাঘব রাজারাম - কৃশ থ্রির এই গানে কবি কি বোঝাতে চেয়েছেন?‎   উত্তরঃ রোগীর পতির রাগ হয়েছে তাই সে রাজার বাড়িতে চলে গেছে। রাগ হওয়ার কারন রোগী রামের উপর তিনবার ক্রাশ খেয়েছে। এর পেছনে সামনে ডানে বায়ে রেজার কোনো হাত নেই। প্রশ্নঃ...

 
Tricks and Tips