প্রশ্নঃ ভাই আমার নিজেকে বিলাই মনে হয়। কি করুম?
উত্তরঃ এক কাজ করেন। বাজার থেকে একটা বড় মাছ কিনে আনেন। তারপর মাছ ভেজে বসে বসে কাটা চিবান। গাছে গাছে ঝোলার প্র্যাক্টিস করেন। কারন বিবর্তন হয়ে কখন কি হয়ে যান বলা
যায় না
প্রশ্নঃ apne pram koran?
উত্তরঃ প্রাম! আপনার প্রশ্ন শুইনা ধ্রাম কইরা পইড়া গ্লাম। না ভাই আমি প্রাম করাই না
প্রশ্নঃ আপনি কোন ক্লাসে পড়েন?
উত্তরঃ কেলাশ ফাইভ সেকেন্ড ইয়ার, সাবজেক্ট এরশাদোলজি এন্ড ডিম্বলজি
প্রশ্নঃ ভাই আপনের বিয়া খামু কবে?
উত্তরঃ জীবনেও আমার বিয়েতে আসবেন না, স্বপ্নেও না, ভার্চুয়াল
বিয়েতেও না। যেদিন ফেবুতে রিলেশন শিপ স্ট্যাটাস
বিবাহিত দেবো সেদিন আমার আইডি থেকে একশ হাত দূরে থাকবেন।
কত্তবড় রাক্ষসের রাক্ষস দেখছো নি! মানুষ বিয়েতে মাংস পোলাও খাইতে যায়
আর এইডা আস্ত বিয়াই খাইতে চায়! ভাই আপনেরে তো কোনো বিয়া বাড়ির আশেপাশে যাইতে দেওন
যাইবো না
প্রশ্নঃ সানি লিওনের সাথে যদি আপনাকে এক রুমে আটকে রাখা হয় তো
কি করবেন?
উত্তরঃ ইয়ে মানে অন্য কাউরে দেয়া যায় না?
প্রথমে নিশ্চিত হয়ে নেবো ঘরে কোনো গোপন ক্যামেরা আছে কি না। যদি থাকে তো ক্যামেরার আগে দফারফা
প্রথমে নিশ্চিত হয়ে নেবো ঘরে কোনো গোপন ক্যামেরা আছে কি না। যদি থাকে তো ক্যামেরার আগে দফারফা
করব। না থাকলে তো কথাই নেই। তারপর লাইট নিভিয়ে তার কাছে যাবো। তারপর এলোপাথাড়ি থাপ্রাবো। হারামীর সাহস কত্ত বড় আমার সাথে একই
রুমে থাকে!
প্রশ্নঃ দয়াল বাবা কলা খাইবা,গাছ লাগাইয়া খাও,পরের কলার দিকে কেন মিটমিটাইয়া চাও?
উত্তরঃ কলা তিন প্রকার্। টিস্যূ কলা, আর্ট কলা আর ফল কলা। টিস্যূ কলা দেহের অংশ। ওটা খাওয়া কিংবা দেখার প্রশ্ন আসে না। আর্ট-কলা দেখতে ভাল লাগে। নিজে পারিনা তাই অন্যের টা দেখি। ফল কলা আমি খাইনা
প্রশ্নঃ ব্রেকিং নিউজ!!!এইমাত্র হ্যাক হলো আপনার ফেসবুক আইডি।এতে আপনার
অনুভূতি কি?
উত্তরঃ আমার এক পরিচিত বড় ভাই ছিল। সে একদিন কথায় কথায় বলে চোরেও নাকি তার
ফোন তিন বার চুরি করে ফেরত দিয়ে গিয়েছে। এমনই দূরবস্থা ছিল তার ফোনের্। আমার এফবি আইডির অবস্থা ওই ফোনের চেয়ে খারাপ। হ্যাকার হ্যাক করে ফেরত দেবে নিশ্চিত। তাই হ্যাক হলেও নিশ্চিন্ত থাকবো। বরং এটা যদি ব্রেকিং নিউজ হিসেবে প্রচার
করা হয় তবে সেক্ষেত্রে আমার কিছুটা পাবলিসিটি হবে :-P সর্বোপরি
আমিই এতে লাভবান হব :v
প্রশ্নঃ আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হলে আপনি কি
করবেন?
উত্তরঃ ওই ভুল খবরদার করতে যাইয়েন
না। এরশাদোলজি, মখালজি, মালোলজি, লালফুনোলজি
সবই আমার মাঝে আছে। আমি একাই যথেষ্ট রাস্তা কেটে নদী
বানাতে। দেশটারে ভাংরি দরে বেইচা দিমু।
প্রশ্নঃ পরীক্ষার খাতার প্রশ্নের উত্তর দিতে খ্যাত লাগে আর
এইহানে নিজেই প্রশ্ন করতে কও ক্যারে? :P
উত্তরঃ আপনারে মার্সিডিজ চালাইতে দিলে ভাবের সহিত চালাবেন, কিন্তু
বোঝাভরা ভ্যান গাড়ি টানার জন্য বিন্দুমাত্রও ইচ্ছা প্রকাশ করবেন না
প্রশ্নঃ জানতে চাই "এই শীতের রাতে তোমার মাথায় এক বালতি
পানি ঢেলে দেয়ার পর তোমার অনুভূতি কি হবে?"
উত্তরঃ পানিটা তো মাথাতেই ঢালা হবে। মাথায় এক বালতি ক্যান? পাঁচ বালতি
ঢাললেও ব্যপার না। তবে খেয়াল রাখতে হবে পানি যেন
শরীরের অন্য কোথাও স্পর্শ না করে। অনুভূতি আরামদায়ক
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন