বুধবার, ৪ জুন, ২০১৪

আজব প্রশ্নের গজব উত্তর | পর্ব- ১২ (রম্য)

আজব প্রশ্নের গজব উত্তর | পর্ব- ১২ (রম্য)

প্রশ্ন: গার্লফ্রেন্ড আছে?

উত্তর: আছে মেলাগুলা (দোহাই লাগে কেউ যেন না জানে)

প্রশ্ন: জাস্টিন বিবারের কী আছে যা আপনার নাই?

উত্তর: গুগলে 569,000,000টি সার্চ রেজাল্ট।

প্রশ্ন: ডাবল চেইনচুরি করেছেন আপনার অনুভূতি কি?

উত্তর: আরে মুন্নি আপু! কেমন আছেন? চেইনচুরির কথা বাদ দেন।
পোলাপান আপনারে এতো পচানি দেওয়ার পরেও দেখি আপনার স্বভাব বদলায়নাই। আপ্নি কিন্তু ইউনিক আছেন

প্রশ্ন: আপনাকে যদি একঘন্টা রোদে দাড় করিয়ে রাখি তবে কি করবেন?

উত্তর: সৌরবিদ্যুৎ বানানোর যে বোর্ড আছে তা মাথার উপর ধরে রাখবো, দেশ ও দশের উপকারও হবে, গায়ে রোদ ও লাগবে না B)

প্রশ্ন:  “ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায় আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়” উক্ত
কবিতা দ্বারা কবি কি বুঝাতে চাহিয়াছেন?

উত্তর: কবির মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে। তাকে আইসিইউতে পাঠাতে হবে [রাজি ভাই]

প্রশ্ন: ফেসবুক যদি কাগজের বই হত আর তাতে কলম ব্যবহার করে লিখতে হত তাহলে কতজন ফেসবুক ব্যবহার করতো?

উত্তর: সংখ্যাটা জানিনা। তবে বাংলাদেশ, ভারত আর ইন্দোনেশিয়ার এড মি আর লাইক ব্যাক পাব্লিক ঠিকই ব্যবহার করত।
দেখা যাবে ভারতের পাব্লিক খাতা কলম নিয়ে প্লেনে করে বাংলাদেশে এসে এড মি এড মি করছে।

প্রশ্ন: পরিশ্রম কাকে বলে ??

উত্তর: কোনো লক্ষ্য পূরনের উদ্দেশ্যে নিরলস কাজ করে যাওয়া কে পরিশ্রম বলে। সবচেয়ে উতকৃষ্ট উদাহরণ ফেসবুকের এড মি পাবলিক

প্রশ্ন: একসাথে তিন চারটা মেয়েকে হ্যান্ডেল করতে হলে কি করব?

উত্তর: তেল বেশি করে নিবেন আর তিন চারটা রেডিমেট হাত লাগিয়ে নিবেন

প্রশ্ন: ফেসবুকে কোন মেয়ে অফার
দিলে কি করবেন?

উত্তর: পণ্য ভাল হইলে টিভি দেখে অফারের সত্যতা যাচাই করব

প্রশ্ন: হাম তেরে বিন আব রেহে নাহি সাক্তে …… এই কবিতা দ্বারা কবি actually কি বুঝাতে চেয়েছেন ???

উত্তর: কবির হাম হয়েছিল, কিন্তু ভুল করে ডাক্তারের বদলে সাপুড়ে খবর দিয়ে আনানোতে বিন বাজিয়ে কোন লাভ হইনি , বরং দুটো বিষাক্ত সাপ চলে এসেছে।

প্রশ্ন: মা বড় নাকি বউ বড় ???

উত্তর: আমি আমার চেয়ে কম বয়সী মেয়ে বিয়ে করব। তারা তো আম্মুর কাছে একেবারেই বাচ্চা

২টি মন্তব্য:

 
Tricks and Tips