শুক্রবার, ৬ জুন, ২০১৪

সিনেমা দেখতে গিয়ে একটি তিক্ত অভিজ্ঞতা

সিনেমা দেখতে গিয়ে একটি তিক্ত অভিজ্ঞতা

সিনেমা শুরুর সময় পর্দায় জাতীয় পতাকা উড়তে দেখা গেলো এবং জাতীয় সঙ্গীত বাজলো। আমি সিট ছেড়ে উঠে দাড়ালাম। আমার দাড়ানো দেখে পেছন থেকে একজন বলে উঠলো, "স্কুল কলেজে দাড়ায় না আর হলে এসে দাড়াচ্ছে।"
একটু তাচ্ছিল্য করেই বললাম, "কি ভাই এখনই মাজায় সমস্যা? বাকী জীবন তো পইড়াই রইছে"
কি বুঝলো জানি না, তারা সিট ছেড়ে উঠে দাড়ালো। ততক্ষনে আশেপাশে অনেকেই উঠে দাড়িয়েছে। বিষয়টা ভালো লাগলো একজনের দেখাদেখি বাকিরাও উঠে দাড়াচ্ছে দেখে।

সিনেমা দেখতে বেশ কয়েকটি যুগল এসেছিল। বিবাহিত দম্পতিও এসেছে দেখলাম। কিন্তু আমার ঠিক পেছনের সারিতে বসে থাকা ৫টি ছেলে খুবই বাজে আচরন করছিল। তারা যুগল দের উদ্দেশ্যে বিভিন্ন অশ্লীল কথা বলছিল যেগুলো পাবলিক প্লেসে বলা যায় না। আশেপাশে অনেকেই হেসে তাদের উৎসাহ দিচ্ছিল এবং তারা দ্বিগুণ উৎসাহে ইভ টিজিং করে যাচ্ছিল। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে একে একে তিন টা যুগল উঠে চলে গেল। অনেকক্ষন ধরে ভাবছিলাম কিছু বলবো। মুখ ফস্কে বলেই ফেললাম,
"ভাই তারা তো ভালোভাবেই সিনেমা দেখছিল। আপনারা কেন শুধু শুধু অশ্লীল কথাবার্তা বলে তাদের চলে যেতে বাধ্য করলেন? আপনাদের জন্য তো বিবাহিত দম্পতিরাও উঠে চলে গেল। বাড়াবাড়ির একটা সীমা থাকে"

ছেলেগুলো আমার কথা শুনে পুরোপুরি অপ্রস্তুত হয়ে গেল মনে হল। একটা ছেলে বলল, "ভাই এরা কি আপনার আত্মীয় হয় যে এভাবে কথা বলছেন? সিনেমা দেখতে আসলে এগুলো সহ্য করার প্রিপারেশন নিয়ে আসতে হয় "
বললাম, "আত্মীয় হয় না, তবে আপনারা যা শুরু করেছেন তাতে কেউই ভালোভাবে সিনেমা দেখতে পারবে না।"

বাকী সময়টুকু পেছন থেকে আর কোনো আওয়াজ আসতে শুনিনি। মনে মনে ভাবলাম হল থেকে বেরিয়ে আমার সাথে একটা ঝামেলা হতে পারে। পরে আবার ভাবলাম ঝামেলা করার সাহস পাবে না হয়ত। এদের কারনেই হলে নারী দর্শকেরা সিনেমা দেখতে পারেনা। আর আশেপাশের বুঝদার মানুষেরা কাপুরুষের মত চুপ করে থাকে। হল থেকে বেরুনোর সময় আমার চেয়ে জুনিয়র কাউকে চোখে পড়লো না। একজন আমাকে দেখে বলল, "ভাই একদম উচিত কথা বলেছেন।"

২টি মন্তব্য:

 
Tricks and Tips