ফোনে রবীন্দ্র সঙ্গীত শুনছিলাম।
কাজিন জিজ্ঞাসা করলো, "এইটা কি গান শুনছো?"
মুডি এক্সপ্রেশন নিয়ে বললাম, "রবীন্দ্র সঙ্গীত"
কাজিন পুনরায় জিজ্ঞাসা করল, "রবীন্দ্র সঙ্গীত মানে কি?"
বললাম, "রবীন্দ্রনাথ ঠাকুরের গান"
এইবার কাজিন বলল, "রবীন্দ্রনাথ কি মেয়ে মানুষ ছিল???"
আমি অবাক হয়ে বললাম, "আজব! উনি মেয়ে মানুষ হবে কেন?? দেখিসনি কতবড় দাড়ি?"
এইবার কাজিন কন্ঠে কিছুটা রাগ মিশিয়ে বলল, "তো মেয়ে মানুষ গান গাচ্ছে কেন??"
[কাজিন আসলে ভেবেছিল গানের নারী কন্ঠশিল্পীটাই রবীন্দ্রনাথ ঠাকুর]
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন