শুক্রবার, ৬ জুন, ২০১৪

আসুন বাংলা সিনেমা দেখি

আমার যতদূর মনে পড়ে ২০১১ সালের দিকে ঢালিউড নিয়ে পেজ ও গ্রুপ গুলো সক্রিয় হতে থাকে। তখন আমরা বেশ কয়েকজন ঢালিউডের গ্রুপ গুলো তে আড্ডা মারতাম, সিনেমা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতাম, তর্ক বিতর্ক করতাম, কখনো কখনো তুমুল ঝগড়া হত। ওইসব গ্রুপে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই ছিল, তাই ঢালিউড কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভাবনা গুলো উপস্থাপন করতাম। আমি নিজেও অনেক পেজ ও গ্রুপের এডমিন ছিলাম। ২০১২ সালের দিকে আমার মনে হয় গ্রুপ ও পেজ গুলো সর্বাধিক সক্রিয় ছিল।  বাংলা সিনেমা নিয়ে লাফালাফির কারনে অনেকেই আমাকে "ক্ষ্যাত" উপাধি দিতো। এতে আমার কোনো আফসোস ছিল না। কারন ভালো হোক খারাপ হোক এটা আমাদের সম্পদ। তাই বাংলা সিনেমার পাশে থাকা নিজের দায়িত্ব বলে মনে করতাম। আর আমার মত ক্ষ্যাত গুলোই গাটের পয়সা খরচ করে হলে গিয়ে সিনেমা দেখি। বরং গর্ব হত দেশের রুগ্ন একটা শিল্পের পিছনে আমরা অনলাইনে প্রচার প্রচারনা চালাতাম বলে, ক্ষ্যাত ছিলাম বলেই ভাবতাম "আমি সিনেমা না দেখলে ঢালিউড যাবে যাদুঘরে"

জাজ মাল্টিমিডিয়া যখন সিনেমা হল ডিজিটাল করা শুরু করলো তখন কুষ্টিয়ার বনানি হল ডিজিটাল করার জন্য শীষ মানোয়ার এবং জাজের পেজে মেসেজ দিয়ে পাগল করে দিতাম।
মাঝে অবশ্য অনেকদিন সিনেমা নিয়ে মাথা ঘামানো বন্ধ ছিল। পরে অবশ্য আবার সিনেমা নিয়ে লেখালেখি শুরু করি। কিন্তু ঢালিউডের সেসব গ্রুপ ও পেজ আগের মত নেই। মরে গেছে সেগুলো। আসল কথা এবং নির্মম সত্য হল আমরা আমাদের সিনেমাকে নিয়ে ভাবতে ভালোবাসি না। আমরা ভাবি এই সেক্টর টা তে আমরা কোনোদিনই কিছু করতে পারবো না। এখনো আমাকে শুনতে হয়, "তুমি বাংলা সিনেমা দেখ!!!??" সবার ভিতরেই বাংলা সিনেমা নিয়ে একধরনের অবজ্ঞা কাজ করে। হ্যা আমি বাংলা সিনেমা দেখি। গাটের পয়সা খরচ করে দেখি। আমার তো ভালো খারাপ সব ধরনের সিনেমা দেখার অভ্যাস হয়ে গেছে। কিন্তু অন্যদের কি উচিত নয় বেছে বেছে ভালো সিনেমা গুলো দেখা? আপনি আমি মিলে একটু চেষ্টা করে ভালো সিনেমাগুলো কে ব্যবসা সফল বানিয়ে দিলে আরো কিছু ভালো সিনেমা তৈরি হবে। খারাপ সিনেমা গুলো দেখার দরকার নেই, শুধু তুলনামূলক ভাবে ভালো সিনেমা গুলো দেখুন। একটু নাহয় কমই বিনোদন পেলেন।

আপনি আমি মিলে যদি বাংলা সিনেমার বাজার ১০ কোটির উপরে নিয়ে যাই তবে সিনেমার বাজেট বাড়বে। অনেক তরুন নির্মাতারা বড় বাজেটে ভালো সিনেমা তৈরিতে আগ্রহী হবে।

[আগামী কাল মুক্তি পাচ্ছে তরুন নির্মাতা মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের দ্বিতীয় সিনেমা "তারকাটা"। আমার কাছে মনে হল সিনেমাটা ভালোই হবে। তবে আমি সবাইকে সিনেমা টি দেখার আমন্ত্রন জানাচ্ছি। যদি কারো মনে হয় রিভিউ পাওয়ার পর দেখার সিদ্ধান্ত নেবেন, সেটাও করতে পারেন। আমি স্বপ্ন দেখি বাংলা সিনেমা মাথা তুলে দাড়াবেই ]

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips