সোমবার, ১৬ জুন, ২০১৪

প্র্যাক্টিক্যাল রঙ্গ (রম্য)

এইচ এস সি প্র্যাক্টিক্যাল পরীক্ষার আগে কিছুদিন প্র্যাক্টিক্যাল ক্লাস হল। তারপর হলো প্র্যাক্টিক্যাল পরীক্ষা। এ প্র্যাক্টিক্যাল নিয়ে নানা রকম পরিস্থিতির সম্মুক্ষীন হতে হয়েছে। নিচে তারই কিছু তুলে ধরি।
প্র্যাক্টিক্যাল ক্লাসে দোস্ত আমারে জিগায়, "ওই, যকৃতের বৈজ্ঞানিক নাম কি রে?"
কি কইতাম তারে? :-/
তারপর দিন জীব বিজ্ঞান প্র্যাক্টিক্যাল ক্লাসে  আমার এক দোস্ত আমার প্রেশার মাপছে। হালায় কয় আমার প্রেশার নাকি ২০০/০। আমি মানুষ না এলিয়েন সেই চিন্তা করছি।
এবার আসি প্র্যাক্টিক্যাল পরীক্ষার বিষয়ে।
প্র্যাক্টিক্যাল পরীক্ষায় এক দোস্ত
আরেক দোস্ত রে জিগাইলো, "ওই কেঁচোর বৈজ্ঞানিক নাম কি রে?
তাড়াতাড়ি তাড়াতাড়ি" দোস্ত আমার উত্তর দিলো, "Artocarpus heterophyllus"
সবাই তো হাসতে হাসতে শ্যাষ।
আমারেও কম জ্বালায় পড়তে হয়নাই।  তেলাপোকা কাটার পর
চারিদিক থেইকা কয়, "দোস্ত
একটা ম্যান্ডিবল দে তো।" "ওই
এক্সট্রা ম্যাক্সিলা আছে?" "দোস্ত আমার কেঁচো টা কেটে দেনা প্লিজ।"
এদিকে ভাইভার সময় স্যার আমার কান ধরে বলে, "এইটার নাম কি?"
-স্যার কান
:কান বুঝলাম। এইটাকে কি বলে
-স্যার কানের লতি

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips