বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪

গরমে তরমুজ ও বেলের ব্যবহার (রম্য)

গরমে যখন লাইফ টা হেল,
তখনই ব্যবহার করুন তরমুজ আর বেল।

আসুন জেনে নেই গরমে তরমুজ আর বেলের বাহারী ব্যবহার।

১। প্রথমেই আপনার মাথা টাকে বেলের ন্যায় টাকবেল বানিয়ে ফেলুন। গরম থেকে কিছুটা রেহাই পাবেন।

২। এবার একটি বেল নিয়ে মাথা আস্তে আস্তে ঠোকাঠুকি করুন। সময়ের সাথে ঠোকাঠুকির জোর বাড়ান। যদি বেল টা ফেটে যায় তাহলে বুঝবেন আপনার মাথা যথেষ্ট গরম সহ্যের ক্ষমতা রাখে। আর মাথা ফেটে গেলে মাথা খুলে ওই জায়গায় বেল লাগান।

৩। বেলের শরবত গরমে খুবই উপকারী। বেলের শরবত বানাতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। প্রথমে বেল ফাটাতে হবে। যদি সফল হোন তবে বেলের হলুদাভ অংশ সংগ্রহ করে চিনির সাথে পানিতে চুবান।

৪। গরমে আরেকটি উপকারী ফল তরমুজ। তরমুজের রস শরীরে লাগালে আপনি প্রশান্তি অনুভব করবেন।

৫। কিছুকিছু তরমুজের ভেতরের অংশ লাল হয়। শুধুমাত্র সেসব তরমুজই খাবেন। ভুলেও সাদা তরমুজ খাবেন না।

৬। তরমুজ খাওয়ার ক্ষেত্রে আরেকটি সতর্কতা অবলম্বন করুন। মাটির তৈরী শোপিস জাতীয় তরমুজ খাবেন না। এতে আপনার দাঁতের ক্ষতি হবে।

৭। তরমুজের উপরের আবরন টি আপনার টাক মাথায় ক্যাপ হিসেবে ব্যবহার করুন। এতে আপনার চার টি উপকার হবে,

ক) তরমুজের আবরনের ভেতরের অংশ আপনার বেল মাথা কে শীতল রাখবে।

খ) বেল  মাথার দিকে কাকের বিশেষ আকর্ষণ থাকে। এটি কাকের মল থেকে আপনার মাথাকে রক্ষা করে।

গ) বন্ধুরা বেল মাথা পেয়ে তবলা বাজাতে পারে। বন্ধুদের বাদক প্রতিভা থেকে আপনাকে রক্ষা করবে।

ঘ) তরমুজের খোসা পরিহিত অবস্থায় থাকলে আপনি সকলের আকর্ষনে পরিনত হবেন।

৮। এবার একটা সেলফি তুলে ফেসবুকে ফুটু আপলোডান।

গরমে একটি জনসেবামূলক পোস্ট

১২টি মন্তব্য:

  1. হা হা হা হা
    কোথায় শুরু হয়ে কোথায় আসলো?
    যাই হোক, ভালো লেগেছে :)

    উত্তরমুছুন
  2. বেলের ব্যাপারটা কি বাস্তব অভিজ্ঞতা থেকে? আর তরমুজের সেলফি তোমারটা তো দেখা হলো না।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তাহলে এত গভীর ভাবে পর্যবেক্ষণ হল কিভাবে ;)

      মুছুন
    2. অন্যকে দেখেও পর্যবেক্ষণ করা যায় :P

      আসলে আমি খুব ছোট বেলায় মাথা ন্যাড়া করেছি

      মুছুন
    3. :v বর্ণনায় কিন্তু ৮০% আপন অভিজ্ঞতা মনে হয়েছে ;)

      মুছুন
    4. আসলে অন্যকে পর্যবেক্ষণ করেও এটা লিখিনি :-P নিছক ফাজলামির জন্য নিজের মাথায় যা এসেছে তাই লিখেছি :-P

      মুছুন

 
Tricks and Tips