মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

আমি ভাত, একজন ভাত

সময়টা ২০০৪ সাল। তখন আমি ক্লাস টু'র স্টুডেন্ট। আমার একটা বিটলা টাইপের ফ্রেন্ড ছিল নাম লাবিব। তো একদিন ক্লাসে ওর সাথে কলম খেলছিলাম।
খেলার এক পর্যায়ে ও বলে, "দোস্ত আইজ একটা নতুন গেম খেলুম। খেলবি?"
তো নতুন গেমের কথা শুনে তো আমি এক পায়ে খাড়া। বললাম, "হু খেলুম"
তারপর ও আমাকে খাতায় কিছু কথা লিখতে বলল। কথাগুলো ছিল এরকম
আমি ভাত
একজন ভাত
কে ভাত
ভালো ভাত
বাসি ভাত
তার ভাত
নাম ভাত
এটুকু লেখার পর ও বলল, "এইবার আমাগো ক্লাসের কোনো মাইয়ার নাম দিয়া ভাত লেখ"
আমিও তখন সরল মনে আমাদের ক্লাসের সেকেন্ড গার্লের নাম দিয়ে লিখলাম
*** ভাত
কিন্তু তখনই হারামজাদা টা সব ভাত কেটে দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত আমাকে পড়তে বলল >_<
পড়ার পরই তো মাথায় আগুন :-/ ও খাতাটা কেড়ে নিয়ে পুরো ক্লাস দেখাতে লাগলো, আমি ওকে ব্যর্থ তাড়া করছিলাম শুধু। এরপর ও বেঞ্চে এবং আমার খাতায় লুকিয়ে লুকিয়ে মেয়েটার নাম প্লাস আমার নাম লিখে রাখত। তখন তো লজ্জায় আমার সেইরকম দশা হত।
আসলেই ছোটবেলার দিন গুলো খুব মজার ছিল। সে দিন গুলি আর কখনো ফিরে আসবে না। প্রতিটা মানুষকে যদি একটি নির্দিষ্ট বয়সে ফিরে যাওয়ার সুযোগ দেয়া হয়, তবে অধিকাংশই শৈশব কালকে বেছে নেবে

৪টি মন্তব্য:

 
Tricks and Tips