প্রশ্নঃ জানটুশ চলো না বেড়াতে যাই। চলো না পাখি <3
উত্তরঃ জানের পরে টুশ! কয় টাকা খাইছেন ঘুষ? আবার ডাকেন
পাখি! এত দু:খ কই রাখি?
আচ্ছা লন যাই। কই বেড়াইতে যামু সেইডা আমি ঠিক করুম। বাদবাকি সবকিছু আপনের উপ্রে
আচ্ছা লন যাই। কই বেড়াইতে যামু সেইডা আমি ঠিক করুম। বাদবাকি সবকিছু আপনের উপ্রে
প্রশ্নঃ মিল্ক ভিটার দাম যেইভাবে বারতেছে, কিন্তু দিন পরে কিসের দুদু খাবেন??
উত্তরঃ আমি দুধ খুব একটা খাইনা। খাইলেও খাটি গরুর দুধ খাই। মিল্ক ভিটার দাম বাড়লে আমার কিচ্ছু যায়
আসে না। তয় মিল্ক ভিটা কোম্পানিরে একটা
ফ্রি টিপস দিতে চাই। তারা যেন
আপনার মত ছাগলের দুধও বাজার জাত করে। ব্যবসার প্রসার হবে
প্রশ্নঃ বিয়ের কথা শুনলেই পোলাপাইন লাফায় , আর বিয়ের পর
চুপ হয়ে যায় কেন?
উত্তরঃ
সুখে থাকতে ভুতে কিলায়। তাই
পোলাপাইন লাফায়। বিয়ার
পর ভুত পালায়। তাই
লাফালাফিও বন্ধ হইয়া যায়
প্রশ্নঃ এরেন্জ ম্যারেজের খরচ: দেনমোহর- ৫ লক্ষ্য টাকা, গহনা - ১ লক্ষ্য টাকা, অন্যান্য- ৩ লক্ষ্য টাকা, মোট :- ৯ লক্ষ্য টাকা, লাভ ম্যারেজ খরচ : কাজী- ৩ হাজার টাকা, সাক্ষী- ১ হাজার টাকা, অন্যান্য- ১ হাজার টাকা, মোট খরচ :- ৫ হাজার টাকা । আপনি কোনটা করবেন?
উত্তরঃ সুন্দরী দেখে একটা মেয়ে ভাগিয়ে নিয়ে কাজী কে গিয়ে বলব
"এই কাজী বিয়া পড়া, নাইলে সান্ডে মান্ডে কুলুস কইরা
দিমু" মেয়েকে বলব "আব্বে কবুল কি তর বইনে কইব? কবুল
কহ" মানে আমি ভাগাইন্যা বিয়ে করব
প্রশ্নঃ বিদুৎ চমকালে মেয়েরা হাসে কেন ?
উত্তরঃ বিদুৎ কি? ও আচ্ছা বিদ্যুৎ। আমি আজ অব্দি বিদ্যুৎ চমকানোর সময় কোনো
মেয়েকে হাসতে দেখিনি। তবে
বিদ্যুৎ চমকানোর সময় কোনো মেয়ের পাশে কোনো ছেলে থাকলে বুঝতেই তো পারছেন চৌম্বকীয়
প্রভাব কার্যকর হয়ে যায়। এরপর
মেয়েটি চৌম্বকীয় প্রভাব থেকে মুক্ত হয়ে হাসি দেয়। এটাই হাসির কারন :-)
প্রশ্নঃ কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? ক. হরতাল খ. পালাবদল গ. উত্তীর্ণ পঞ্চাশে ঘ. অন্বিষ্ট স্বদেশ
উত্তরঃ সুকান্ত গোপনে একটা বই লিখছিল। নাম রাজপথে অবরোধ এবং পিকেটিং। অপশনে ওইটা নাই ক্যান?
প্রশ্নঃ আপনি সামনে একজন সুন্দরী মেয়ে থাকা সত্ত্বেও আশে
পাশের একটা সাদা কাগজের মধ্যে তাকানোর চেষ্টা করে যাবেন?
উত্তরঃ আশে পাশে সাদা কাগজের দিকে তাকানোর চেষ্টা করার কি আছে? আমি একই
সাথে দুইটা জিনিসকে খুব ভাল ভাবে দেখতে পারবো। তবে অবশ্যই সুন্দরী মেয়েকে বেশি গুরুত্ব
দেবো
প্রশ্নঃ অব্রুধের কারণে প্রেমিক প্রেমিকারা ডেটিং এ যাইতে
পারতেছে না। এই বৃহৎ জনগোষ্ঠীর বৃহৎ সমস্যার
স্যলুশান কি?
উত্তরঃ অব্রুধ কি? বাইরে বাইরইতে না পারলে ঘরে বইয়া ডেটিং
করুক।
প্রশ্নঃ ভালবাসার ক্ষেত্রে, "অযথা কিন্তু সত্যি নাকি, সত্যি কিন্তু অযথা " কোন লাইন টাকে একসেপ্ট করবেন??
উত্তরঃ একটাও তো আমারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়নাই। এক্সেপ্ট করুম কেমতে?
প্রশ্নঃ ছ্যাঁক খাইছেন??
উত্তরঃ খাইছি। কেলাশ টু তে থাকতে ড্রয়িং ম্যাডামের লগে প্রেম করতাম। ম্যাডামের যে আরেকটা বয়ফ্রেন্ড ছিল
জানতাম না :'( ম্যাডাম আমার কচি হৃদয়টারে কুচি কুচি করে দিলো :'( এইটা ছিল
প্রেমের ছ্যাঁক।
আগুনের ছ্যাঁক দিতে গেলে আগুনই নিভে যায়।
আপনি কে?
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন