প্রশ্নঃ তোমার বউ যদি অনেক বাচাল হয় তবে কি করবে?
উত্তরঃ অনেক পদ্ধতি আছে। সুঁই দিয়ে মুখ সেলাই করে দেবো। সুপার গ্লু দিয়ে ঠোট দুটো আটকে দেবো। নয়তো সবসময় রোমান্স করব :-P :-P
প্রশ্নঃ জীবনে কোন সময়ে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলে?
উত্তরঃ যেদিন পৃথিবীতে প্রথম ল্যান্ড করেছিলাম সেদিনই হবে হয়তো। তা নাহলে অতো জোরে কানছিলাম ক্যান?
প্রশ্নঃ ভাই আপনের বিয়ের বয়স হইছে.......বিয়ে কইরা ফেলেন :P
উত্তরঃ হ ঠিকই কইছেন, আপনি মেয়ে হলে আপনিই পাত্রী হয়ে যান আর ছেলে হলে কাজী হয়ে যান
প্রশ্নঃ বসে বসে কাজ কাম নাই তোমার???
উত্তরঃ আমি যখন বসে থাকি তখন কোনো কাজ হয়না। কারন কাজের সংজ্ঞা অনুসারে তখন কোনো কিছুর সরণ ঘটে না। যখন বসে থাকিনা তখন কাজ হয়
প্রশ্নঃ ওই পুচকা!! তুই এত্তগুলা সুইট ক্যারে!!!
উত্তরঃ আগে কন আপনে পিঁপড়া না মৌমাছি? :-/ পিঁপড়া অথবা মৌমাছি হলে তো সুইট হওয়া যাবে না। খাইয়েন না পিলিজ
প্রশ্নঃ কয়টা প্রেম করছ?
উত্তরঃ আমারই ভুল আমি কোনো হিসাব রক্ষক রাখিনি এর জন্য। তাহলে সে বলতে পারতো কয়টা প্রেম করেছি।
(নিয়োগ বিজ্ঞপ্তি: আমার প্রেমের হিসাব রাখার জন্য একজন সুদক্ষ হিসাব রক্ষক চাই। তাকে উত্তম মাধ্যম মাইনে দেয়া হবে)
(নিয়োগ বিজ্ঞপ্তি: আমার প্রেমের হিসাব রাখার জন্য একজন সুদক্ষ হিসাব রক্ষক চাই। তাকে উত্তম মাধ্যম মাইনে দেয়া হবে)
প্রশ্নঃ আমি এক্সেলে ভালো কাজ করতে পারি,এমনকি ফিজিক্স টিচারের এক্সেলের মার্কিং কাজো করে দিছি, যোগ্যতা দেইহা মাইনে দিয়ো :P
উত্তরঃ বুঝছি, আপনার যোগ্যতা মাইনে ছাড়া কাজ করা। ফিজিক্স টিচার নিশ্চয়ই মাইনে দেয় নি। আবার আমি হিসাবরক্ষক হিসেবে একজন মানুষ চাচ্ছি :-P
প্রশ্নঃ akta kota pode pode mone rakben, cock cock korlei sona hoyna?
উত্তরঃ bai afnar kata Suna mona hocca afnar cock (মোরগ) dim pereche
প্রশ্নঃ o.O প্রশ্ন কি? খায় না মাথায় দেয়?
উত্তরঃ প্রশ্ন হল পৃথিবীর সবচেয়ে আজাইরা বাক্যের গোষ্ঠি। যার কোনো উপকারীতাই নেই। এটা না খেয়েই বদহজম হয়। তাই খাওয়ার চিন্তাও করা যাবে না। এটা মাথায় না দিয়েই মাথার উপর চেপে থাকে। তাই মাথায় দেয়ার কথাও ভাবা যাবে না
উত্তরঃ বিবর্তন, সবই বিবর্তনের ফল, মানুষ হয়ে যাচ্ছে গরু ছাগল
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন