শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

আজব প্রশ্নের গজব উত্তরঃ পর্ব-৪ (রম্য)


প্রশ্নঃ চকোলেট খাবা?  
উত্তরঃ তোমার আব্বুর চকোলেটের ফ্যাক্টরী আছে বুঝি?? দাও দাও তোমার আব্বুর ফ্যাক্টরী আমার নামে লিখে দাও :-P :-

প্রশ্নঃ ভাই কি সিগারেট খান?  
উত্তরঃ আস্তাগফিরুল্লাহআপনে কি সিগারেট খান? গিলা খান না চাবায়া খান না চুইষা খান? বদহজম হয় না তো?

প্রশ্নঃ রঘুপতি রাঘব রাজারাম - কৃশ থ্রির এই গানে কবি কি বোঝাতে চেয়েছেন?  
উত্তরঃ রোগীর পতির রাগ হয়েছে তাই সে রাজার বাড়িতে চলে গেছেরাগ হওয়ার কারন রোগী রামের উপর তিনবার ক্রাশ খেয়েছেএর পেছনে সামনে ডানে বায়ে রেজার কোনো হাত নেই

প্রশ্নঃ আপনি যদি রাস্তায় এক কোটি টাকা পড়ে পান তবে কি করবেন?  
উত্তরঃ ভাই তাড়াতাড়ি লোকেশন ডা কনকই পইড়া আছে তাড়াতাড়ি কনকি করব সেটা টাকাই বলে দেবে


প্রশ্নঃ রিকশায় উঠলেই পোলারা মাইয়াগর কোমরে হাত দেয় ক্যা?
উত্তরঃ রিকশায় কি রেডিমেট একটা মাইয়ারে বাইন্ধা রাখে? প্রশ্ন সহীহ কইরা করেন :-P

প্রশ্নঃ তুমি নাকি বিছানায় মুত?
উত্তরঃ আপনি যে আপনার মতই কাউকে খুজছেন তা বুঝতে পেরেছিদু:খিত অন্য জায়গায় দেখেন :-P ভাববেন না, আপনার মত কাউকে না কাউকে ঠিকই পেয়ে যাবেন

প্রশ্নঃ কলেজে উঠার পরে সবচেয়ে বড় বাশ?  
উত্তরঃ কলেজের ভিতরে এতগুলা নতুন বিল্ডিং হচ্ছে যে তাতে কি পরিমাণ বাঁশ ব্যবহার করা হচ্ছে তা বের করা অসম্ভবতার ভিতর থেকে তো সবচেয়ে বড় বাঁশ টা খুজে পাওয়া সেইরাম অসম্ভবযাউক গা বাঁশ দিয়ে কি করবা? :-P

প্রশ্নঃ সখি "আই ল্যাব ইয়্যু" কারে কয়? খুব জানতে ইচ্ছা হয়
উত্তরঃ আই মানে চোখ, ল্যাব মানে ল্যাবরেটরির সংক্ষিপ্ত রুপইয়্যু মানে তুমিএখানে আই ল্যাব ইয়্যু বলতে বোঝানো হয়েছে "তুমি আমাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাও"আপনার চোখে সমস্যা, এই কারনেই হয়ত সখা লিখতে গিয়ে সখি লিখেছেন




প্রশ্নঃ বিশ্ব ডিম দিবস কবে ? (ক) ১১ অক্টোবর (খ) ১০ জুলাই (গ) ১১ জুলাই (ঘ) ১০ অক্টোবর
উত্তরঃ ঘোড়ার ডিম দিবস ৩০ শে ফেব্রুয়ারীআর বিশ্ব ডিম দিবস হল যেদিন আপনার পয়দা দিবস সেদিনইশ আপনাকে উইশ করতে ভুলে গেছি জনাব ডিম্বলজিস্ট :-P

প্রশ্নঃ বেইবী <3 চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে ... <3
উত্তরঃ হ চলেন ঘুরে আসি সেখান থেকে যেখানে নদী এসে থেমে গেছেতারপর আপনেরে চুবাইয়া মারি :v

৪টি মন্তব্য:

 
Tricks and Tips