মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

শীত এবং সীম কোম্পানি (রম্য)

সীম কোম্পানি গুলো মনে হয় শীতের কথা মাথায় রেখেই তাদের স্লোগান গুলো তৈরী করেছে। দেখে নেয়া যাক শীতের সাথে কার কেমন সম্পৃক্ততা।

গ্রামীনফোন-কাছে থাকুন।
*মানে তারা শীতের মাঝে কাছে থাকতে বলছে। যত কাছে থাকা যাবে উষ্ণতা তত বেশি

বাংলালিংক-আমরা ভালো আছি, আপনি ভালো আছেন তো?
*আমরা লেপের নিচে, আপনি লেপের নিচে তো? শীতের জন্য কত্ত দরদ ।

রবি-জ্বলে উঠুন আপন শক্তিতে।
*পরোক্ষ ভাবে এরা আগুন জ্বালানোর কথা বলছে যাতে শীত নিবারন করা যায়। শীত নিয়ে এরাও কম ভাবে না।

এয়ারটেল-ভালোবাসার টানে পাশে আনে।
*শীতের টানে পাশে আনে স্লোগানেরই যেন রোমান্টিক রুপ  আসলেই তো শীতের টানে পাশে আনে!

টেলিটক-আমাদের ফোন।
*আমাদের লেপ। এদের #স্লোগান টাও পরোক্ষ ভাবে শীত নিয়ে

সিটিসেলের স্লোগান কি জানিনা :-P

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips