প্রশ্ন: সাম্প্রতিক শোনা যাচ্ছে যে শাকিব খান প্রেগনেন্ট। এটা কিভাবে
সম্ভব?
উত্তর:
অসম্ভব কে সম্ভব করাই অনন্তের কাজ
প্রশ্ন: আপনি কি
ইন্টারনেট থেকে কিছু কিনেছেন ?
উত্তর:
ডিম কিনছি।
ঘোড়ার
ডিম :3
প্রশ্ন: আমি তোমার
৮মাসের বড় না হলে তোমার সাথে প্রেম করতাম
উত্তর:
আইচ্ছা তাইলে ৮মাস ওয়েট করেন। ৮মাস পর আপনের বয়সী হইয়া যামুগা :3
প্রশ্ন: টাকা দিবেন? পচা সাবান
কিনমু
উত্তর:
হ দিমু, ভাঙ্গা
থাল নিয়া আসেন
প্রশ্ন: তুমি আমাকে কেমন ফ্রেন্ড ভাবো?
উত্তর:
ডিপেন্ড করতেছে, আপনার বাসা কই ... কাছে হইলে কাছের, দূরে হইলে
দূরের !! :P
প্রশ্ন: অপু বিশ্বাস এর বিপরীতে চাকিপ কান এর যায়গায় যদি
তোমাকে অভিনয় করার জন্য বলা হয় তাহলে তুমি কি করবা???
উত্তপ্র:
ভারোত্তোলনের কোর্স করবো আগে !! :P
প্রশ্ন: চুম্বন সম্পর্কে আপনার অভিমত কি?
উত্তর:
চুম্বন আর চুম্বক দুইটাই কাছাকাছি শব্দ। দুইটা চুম্বক পদার্থ পরষ্পর বিপরীত
মেরুকে আকর্ষন
করে
এবং কাছাকাছি এলে মিলিত হয়। চুম্বনের ক্ষেত্রেও দুটি বিপরীত ঠোট আকর্ষন করে,
কাছাকাছি
আসে এবং মিলিত হয়।
প্রশ্ন: ফেসবুক যদি কাগজের বই হত আর তাতে
কলম ব্যবহার করে লিখতে হত তাহলে কতজন ফেসবুক ব্যবহার
করতো?
উত্তর:
সংখ্যাটা জানিনা। তবে
বাংলাদেশ, ভারত
আর ইন্দোনেশিয়ার এড মি আর লাইক ব্যাক পাব্লিক
ঠিকই
ব্যবহার করত। দেখা
যাবে ভারতের পাব্লিক খাতা কলম
নিয়ে
প্লেনে করে বাংলাদেশে এসে এড মি এড মি করছে। বাংলাদেশের এড মি ভাই রা ভারতে চলে গেছে
খাতা কলম নিয়ে এড মি এড মি করতে ।
প্রশ্ন: মা বড় নাকি বউ
বড় ??? :P
উত্তর:
আমি আমার চেয়ে কম বয়সী মেয়ে বিয়ে করব। তারা তো আম্মুর কাছে #একেবারেই
বাচ্চা
প্রশ্ন: নৌকা নাকি ধানের শীষ ???? :P
উত্তর:
তার আগে কন আপনারে শেখ হাসিনা না খালেদা জিয়া পাঠাইছে?
আমি
বুঝিনা আমাকে নিয়ে উনারা এতো টানাটানি করছেন কেন? প্রতিদিন ফোন, ইমেইল উফ
যন্ত্রনা
প্রশ্ন: পরিশ্রম কাকে
বলে ??
উত্তর:
কোনো লক্ষ্য পূরনের উদ্দেশ্যে নিরলস কাজ করে যাওয়া কে পরিশ্রম বলে। সবচেয়ে
উতকৃষ্ট উদাহরণ
ফেসবুকের
এড মি পাবলিক
প্রশ্ন: কয়টা প্রেম করেন?
উত্তর:
আমি বিয়াফুক ইচমার্ট একখান পুলা। মাইয়ারা লাইন দিয়া খাড়ায়া থাকে আর ডাইলুগ মারে পিলিজ
লাভ
মি লাভ মি আই এম সিঙ্গেল । যেই কইডারে এক্সেপ্ট করতাম ক্যালকুলেটর দিয়া যোগ করতাম।
মাগার
ক্যালকুলেটর চাপ নিবার না পাইরা ব্লক খাইছে :-/ হিসাব করতে গেলেই ব্লক
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন