শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩

কলেজের মজার স্মৃতি

কলেজের একটা মজার স্মৃতি।
আমার স্কুল লাইফটা ছিল অনেক
মজার । সেই তুলনায় কলেজ লাইফটা অনেক সাদামাটা। সবচেয়ে মজার স্মৃতি আলাদা করতে পারব না, তবে প্রথম দিনের স্মৃতিটা মজারই ছিল। নবীন বরন অনুষ্ঠানে একটা খুবই সুন্দরী মেয়ে গান গেয়েছিল, এই মেয়েটাকে জিন্স টপ্স পরে এর আগেও একবার দেখেছিলাম। দ্বিতীয়বার দেখা হওয়াতে বন্ধুত্ব করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। গান শেষ হওয়ার পর নামধাম জিজ্ঞেস করলাম। আগে তাকেই দেখেছি কিনা কনফার্ম হলাম । চেহারারও প্রসংসা করলাম। হাসি ঠাট্টা তো ছিলোই । রসায়ন ক্লাসে তাকে প্রবেশ করতে দেখে অন্যান্য স্কুল থেকে আসা ছেলেরাও একটু টিজ করলো। কিন্তু উনি ছাত্রীদের মাঝে না বসে নাম ডাকা আরম্ভ করলো । পুরো ক্লাসেই মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। আমি মুখ লুকানোর জায়গা পাচ্ছিলাম না পরবর্তী ৫দিন তার ক্লাস করিনি

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips