মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

নববর্ষের রম্য সাক্ষাতকার (রম্য)

ইংরেজী নববর্ষ হিসেবে মুন্নি সাহা গেছেন সকলের অনুভূতি জানতে।
প্রথমেই গেলেন অনন্ত জলিলের কাছে
*মুন্নি: জলিল চা কি খবর? ২০১৩ তো চলে গেল। আপনার এতে অনুভূতি কি?
জলিল: ইউ পম গানা? হুয়াঠ ইজ চা? আই এম আনান্ট এজে। ঠমি ক্রুশ অফ বাংলাদেশ। অনুভূতি তো চরম রে মুন্নি। বুঝলি শশুর বাড়ি গেছিলাম হেলিকুপ্তার নিয়া। নিসসার্তু বালবাসা সিনেমায় নিজের হার্ট বের করে দেখাইছি। তার ভিতর নিজের ছবি লাগাইছি। কিপ্টা গেরামিন পুন থেকে ৫টাকা ধার নেয়া শিখাইছি। বুঝলি অসম্ভব কে সম্ভব করাই আমার কাজ। এইবছরে যত অসম্ভব কে সম্ভব আমিই করছি। নতুন বছরেও চলতে থাকবে।
এই মুহুর্তে মুন্নি দেখলো মেহজাবিন কিছু একটা খুজছে
*মুন্নি: হাই মেজু, কেমন আছো? কি খুজছো? নতুন বছর নিয়ে অনুভুতি কি?

মেজু: হাই মুন্নু। জানো আমার না মন টা এত্ত গুলা খারাপ :-( আজ থার্টি ফাস্ট নাইটের জন্য একটু সাজুগুজু করব ভাবলাম। কিন্তু কে যেন আমার লিপস্টিক নিয়ে গেছে। এত্ত গুলা পঁচা সে! এখন আমি সাজবো কিভাবে? ভ্যাআআআ!
ওদিকে শাকিব খান যেন আয়নার সামনে কি যেন করছে
*মুন্নি: এই যে মিস্টার্। হ্যালো। এখানে কি করছেন?
শাকিব: মেজুর লিপস্টিক টা টেস্ট করছি।
মুন্নি:আরে শাকিব যে! নতুন বছর নিয়ে তোমার অনুভূতি কি?
শাকিব: উফ মেজুর লিপস্টিক টা দারুন। এমন দারুন লিপস্টিক নিয়ে বছর শুরু হবে ভাবতেই পারিনি। আমার নতুন ছবি লিপস্টিক নাম্বার ওয়ানে এটাই ব্যবহার করব।
শবনম ফারিয়া কে হাসতে দেখে মুন্নি তার দিকে এগিয়ে গেলো
*মুন্নি: আরে ফারু মনি যে। নতুন বছর নিয়ে খুব খুশি! এত হাসছো কেন? তোমার অনুভূতি বলো।
ফারু: হা হা হা ভাল্লাগছে ভাল্লাগছে। মেজু ওর লিপস্টিক খুজে পাচ্ছেনা। শাকিব ওর লিপস্টিক নিয়ে নিছে। ভাল্লাগছে ভাল্লাগছে :-D
ভচ আরিপ খানের দিকে গিয়ে বলল
*মুন্নি: আরে আরিপ্পা যে! নতুন বছরের অনুভুতি জানতে এলাম।
আরিফ খান: বছর নতুন আসবে তেমনি নতুন গার্লফ্রেন্ড হবে। ভাবছি এঞ্জেলিনা জোলি কে ছেড়ে সানি লিওন কে ধরব। আমার সাথে মানাবে ভালো ।
মখা আলমগীর কে মাথা চুল্কাতে দেখে মুন্নি এগিয়ে গেলো তার দিকে।
*মুন্নি: স্যার স্যার এক মিনিট স্যার এক মিনিট। নতুন বছর নিয়ে আপনার অনুভূতি বলে যান প্লিজ।
মখা: মেজাজ পুরাই খ্রাপ। এত্ত মাথা খাটাইয়া থিওরিভিটি আইমিন নড়াচড়া তত্ত্ব দিলাম তাও আমি নুবেল পাইলাম না! এটা কিভাবে সম্ভব? সরো সরো
অর্থমন্ত্রি আবুল মাল আব্দুল মুহিত কে দেখে মুন্নি তাকে প্রশ্ন করল
*মুন্নি: স্যার আপনার মাথাটা দেখেই নতুন বছর সম্পর্কে আপনার অনুভূতি বলতে পারব। এগিয়ে দিন প্লিজ।
অর্থমন্ত্রী: রাবিশ! অত্যন্ত দুষ্টু লোক তুমি। এই বের করো এই পাগল টাকে
সাহারা খাতুনের দিকে এগিয়ে গিয়ে
*মুন্নি: খুব মন খুশি খুশি মনে হচ্ছে? নতুন বছর নিয়ে অনুভূতি প্লিজ
সাহারা: ৪৮ঘন্টার ভেতরে নতুন বছরের আগমন ঘটাবোই। থ্রিজি গতিতেই ঘটাবো।
এরশাদ কে গলফ খেলতে দেখে
*মুন্নি: হাই এর্শু, গলফ খেলছো? আমাকে নেবেনা?
এরশাদ: কে তুমি? ও মুন্নি। হ্যা এসো। না থাক। আরে এসো এসো। তুমি কে? আরে খেলো খেলো। এই তুমি এখানে কিভাবে?
মুন্নি: ধুর খেলবোনা। তোমার অনুভূতি বলো নতুন বছর নিয়ে।
এরশাদ: অনুভূতি ছ্যাড়াব্যাড়া। আমি কার আমি কার আমি কার? নির্বাচনে যাবো, যাবো না। কয়েনও পাচ্ছিনা যে টস করব। কয়েন হবে একটা?
এবার মুন্নি বিরোধী দলীয় নেত্রী আর প্রধানমন্ত্রীর আলোচনা উপভোগ করছেন।
প্রধানমন্ত্রী: সই কাল তো ইংরেজী নববর্ষের প্রথম দিন। আমার বাসায় তোর দাওয়াত থাকলো। #আসিস
বিরোধীদলীয় নেত্রী: পারবো নারে :-( কাল আমার হরতাল আছে।
আরিফিন রুমি কে গান গাইতে দেখে মুন্নি তাকে বলল
*মুন্নি: এয়্যই রুমি। কি করছো? নতুন বছর নিয়ে তোমার অনুভূতি বলোনা প্লিজ।
রুমি: মুন্নি বদনাম হুয়ি ডার্লিং তেরে লিয়ে। চলো বিয়ে করি।
মুন্নি: যাহ দুষ্টূ !
[পুরোটাই ফান করে লেখা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর টা সবার ভালো যাক।  শুভ নববর্ষ]

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips