বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

অনন্ত জলিল একটা চায়না মাল্টিমিডিয়া ফোন (রম্য)

অনন্ত জলিল একটা চায়না মাল্টিমিডিয়া ফোন। চায়না মাল্টিমিডিয়া ফোনে যেমন ক্যামেরা, টিভি, ফ্রিজ, হিটার, ফ্লাশলাইট, গ্যাসলাইট, এসি ইত্যাদী থাকে   তেমনি অনন্ত জলিলও একাধারে নায়ক, প্রযোজক, পরিচালক, শিল্পপতি, ঔপন্যাসিক, ড্যান্সার, ফাইটার, লাইটার, ম্যানসিস্টার একেবারে কমপ্লিট প্যাকেজ। তবে চায়না ফোনের মাঝে মাঝেই পেটে ব্যথা, আলসার, ক্যান্সার দেখা দেয়। আবার দেখা যায় ক্যামেরা দিয়ে ভোটার আইডি কার্ডের মতও ছবি হয়না, ফাংশন গুলাও উল্টাপাল্টা কাজ করে। ঠিক তেমনি অনন্তের সিনেমাতেও হার্ট বের করে আনা, গানের ভিতর চিকেন তান্দুরী, আবার থ্রিডি এনিমেশনের নামে অত্যাচার টাইপ কিছু এপিক কন্টেন্ট থাকে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips