ফিলিস্তিনের নারীরা পর্দায় থাকে এবং তারাও ইসরায়েলীদের দ্বারা রেপ হয়ে। বিষয়টা হল ধর্ষনের ক্ষেত্রে পুরুষদের দোষ দেয়া মানে নারীদের পক্ষ নেয়া না। কারন ওই ধর্ষক ধর্ষনের সময় বোরকাওয়ালী কেও ছাড় দেবে না, সালোয়ার কামিজ পরিহিতা কেও ছাড় দেবেনা। কোনো ক্ষেত্রেই কোনো মেয়ে বলবে না "এসো আমাকে ধর্ষন করো"। মানুষ ব্যতীত সকল পশুদের আচরনই এক, যেমন এক কুকুরের সাথে আরেক কুকুরের প্রায় সব আচরনে মিল থাকে। তেমনি পৃথিবীর সকল ধর্ষকদের আচরনে মিল থাকে। এদেরকে পুরুষের কাতারে রাখলে পুরুষ জাতির অপমান। তাই এদের পশুর কাতারে রাখাই শ্রেয়।
আর হ্যা এরপরেও অনেকে বলবে মেয়েরা পর্দা করেনা বলে ধর্ষিত হয়। তাদের কাছে ধর্ষন টা অপরাধ না। পর্দা না করাই অপরাধ। প্রমান চায় কোন পর্দা করা মেয়ে ধর্ষিত হয়েছে? তাদের জন্য ফিলিস্তিনের উদাহরনই যথেষ্ঠ। আর একাত্তরে কিন্তু খুল্লাম খুল্লা ড্রেস পরিহিতা রা ধর্ষিত হয়নি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন