সোমবার, ৭ জুলাই, ২০১৪

রাজু বৃত্তান্ত

এস এস সি পরীক্ষার আগের ঘটনা। আমাদের দল টা বেশ বড়ই ছিল। সাধারনত রাজু, রাসেল, রাকিব, সুমন চারিদিকে এই টাইপের নামধারী পোলাপাইন একটু বেশি দেখা যায়। আমাদের দলে ছিল ৫জন রাজু। ৫জনই আমাদের সাথে পড়তো। কোনো আড্ডাবাজি তে একজন কে ডাকলে আরেকজন উত্তর নিতো। ক্রিকেট খেলায় একজন কে বোলিং করার জন্য ডাকলে দেখা যেত সবাই চলে এসেছে। এমন নানা ধরনের কাহিনী ঘটতো। আমরা ডাকার সুবিধার্থে এদের নাম দিয়েছিলাম যথাক্রমে রোমিও, আর কিউব, এম এক্স, কার্টুন, লাড্ডু।  সবাই নিজের ক্লাস অথবা নিচের ক্লাসের কোনো মেয়ের সাথে প্রেম করতো। আমরা যে ওদের এসব নাম দিয়েছিলাম সেটা মেয়েরা জানতো না (জানলেও খুব কম মেয়ে জানতো)। একবার রোমিওর গার্লফ্রেন্ড কে তার বান্ধবী বলেছিল, "রাজুর গার্লফ্রেন্ড তো অন্য মেয়ে, দেখ ও তোকে ধোকা দিচ্ছে"। এই নিয়ে তো রাজুর সাথে তার গার্লফ্রেন্ডের তুমুল ঝগড়া, শেষে ব্রেকআপ পর্যন্ত হয়েছিল। আসলে সেই মেয়েটা রাজুদের কে গুলিয়ে ফেলেছিল তাই এই সমস্যা হয়েছিল। সে যাত্রায় তাদের সম্পর্ক জোড়া লেগেছিল আবার।

আরেকবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। এস এস সি পরীক্ষার কয়েকমাস আগে আমরা সবাই কোচিং করতে যাই। কোচিং এর প্রথম দিনে ৫ রাজুই এক বেঞ্চে বসেছিল। পরিচয় পর্বের সময় কোচিং এর ভাই যখন রাজুদের বেঞ্চে গিয়েছিল তখন রাজুরা তাদের নাম বলছিল। প্রথম দুইজনের নাম রাজু শোনার পর স্বাভাবিকই ছিল ভাইটা। তৃতীয় জনের নাম রাজু শোনার পর সেই ভাইয়ের চোখ বড় হয়ে গিয়েছিল, নিশ্চয়ই ভাবছিল, "কিরে পরপর তিন জনের নামই রাজু!" চতুর্থ জনের নাম রাজু শোনার পর বিস্ময়ে চোখ বেরিয়ে আশার উপক্রম। তাই পঞ্চম জনের কাছে গিয়ে ভাই জিজ্ঞাসা করলো, "তোমার নামও কি রাজু?"
আমাদের শেষ রাজুর উত্তর ছিল, "জ্বী আমার নামও রাজু :-D  "

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips