১) মশা নাকি শুধু ভালো মানুষদের কামড়ায়, ভালো মানুষদের খুজে পাওয়া কষ্টকর্। তারা আমাকে,খুজে পায় কিভাবে? :-P
২) পরকীয়া নিপাত যাক, ভালোবাসা বেচে থাক :-P
৩) চাপাবাজীরও একটা লিমিট আছে, আমি সেই লিমিট মানিনা।
৪) আমি পাকিস্তানের দালাল নই আমি ভারতের দালাল নই, তবে আমি দালাল, বাংলাদেশের দালাল।
৫) বৃত্ত কি কখনো উপবৃত্ত হয়? নাকি মাঝে মাঝে অপবৃত্ত হয়ে যায়? আচ্ছা অধিবৃত্ত হলেও তো মন্দ হয়না! বৃত্তের পরিধিতে খাই ঘুরপাক, কেন্দ্রে যেতে দেয়না ব্যসার
৬) নিজেকে ভালোবাসা মোটেও স্বার্থপরতা নয়, স্বার্থপরতা তাকেই বলে যখন নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করা হয়।
৭) মানুষ কোনো বিষয়ের নেগেটিভ দিক গুলো নিয়ে ইচ্ছাকৃতভাবেই ভাবে, পজেটিভ দিক নিয়ে ভাবনা অনিচ্ছাকৃত।
৮) একে অপরকে না বুঝে হঠাত করে প্রস্তাব দিয়ে কখনো ভালোবাসা হয়না। পাশাপাশি চলতে চলতে দুজন দুজনার হয়ে যাওয়ার নামই ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা কখনো আনুষ্ঠানিক প্রস্তাবনা দিয়ে হয়না।
৯) বিলাসিতা করার মত সময় ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার মাঝে নেই।
১০) দুধে পানি মিশিয়ো না, এতে তোমার পাপ হবে। পানিতে দুধ মেশাও, এতে কোনো পাপ নেই ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন