বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

যৌথ প্রযোজনার নামে ভন্ডামি

আমাদের সামনের দিন গুলো খুব খারাপ। "আমি শুধু চেয়েছি তোমায়" এটা যৌথ প্রযোজনার নামে ভন্ডামি ছাড়া কিছুই নয়। প্রধান চরিত্রে নেই এতে কোনো বাংলাদেশি অভিনেতা । আগামী কাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে অঙ্কুশ ও শুভশ্রী অভিনীত সিনেমা "আমি শুধু চেয়েছি তোমায়" । এই সিনেমা টা বাংলাদেশে চললে পুরো লাভ টা ভারতীয় দের হবে। একমাত্র হৃদয় খানের কম্পোজিশন ছাড়া সিনেমাটিতে কি "বাংলাদেশিত্ব" আছে জানা নেই। আসলেই কোনো বাংলাদেশিত্ব নেই। বাংলাদেশকে শুধু ব্যবহার করা হয়েছে।  বাংলাদেশের অনেক সিনেমাই থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ায় চিত্রায়ন হয়। তাই বলে সেগুলো যৌথ প্রযোজনার সিনেমা নয়। যৌথ প্রযোজনার সিনেমার উদাহরন হিসেবে বলা যায় শ্রীলংকার সাথে যৌথ প্রযোজনায় নির্মিত "মিস লংকা" কিংবা ভারতের সাথে "মনের মাঝে তুমি" সিনেমার নাম। যেখানে উভয় দেশের অভিনেতা সমান গুরুত্ব পেয়েছে।  "আমি শুধু চেয়েছি তোমায়" সিনেমাটা হায়দ্রাবাদের আল্লু অর্জুন অভিনীত "আরিয়া এক দিওয়ানা" সিনেমার হুবুহু কপি। অনন্য মামুন কে এখানে সহকারী পরিচালক হিসেবে দেখানো হয়েছে। মামুন সাহেব কেন প্রতিবাদ করেনি তা আসলেই রহস্য। তাকে কমিশন খোর এজেন্টই মনে হয়েছে। এটা বাংলাদেশে ভারতীয় সিনেমার প্রবেশের প্রচেষ্টা ছাড়া কিছুই নয়।  ভাবতেই অবাক লাগছে আমাদের সিনেমাটা যখনই মাথা তুলে দাড়াতে চাইছে তখনই এর কোমর ভেঙ্গে দেয়া হচ্ছে যৌথ প্রযোজনার নামে ভারতীয় ছবি চালিয়ে। আমি এটুকু জানি বাংলাদেশিরা তুমুল উতসাহে এ সিনেমা দেখবে। এসব ক্ষেত্রে দেশপ্রেম নিষ্ক্রিয় দর্শক। গুন্ডে নিয়ে লাফালাফি করে আলগা দেশপ্রেম দেখানো জাতি আমরা। আমরা খেলার সাথে রাজনীতি মেশাই না, ধর্ম মেশাই। সংস্কৃতির সাথে রাজনীতি মেশাই না, নিজের ল্যাংড়া  খোড়া বিবেক কে মেশাই। ল্যাংড়া খোড়া স্বনির্ভর নয়। জয় ভারতীয় সিনেমা। স্বাগতম ভারতীয় সিনেমা। বাংলাদেশি সিনেমা এখন মৃত্যূসজ্জায়। আসুন আমরা একে গলা টিপে মেরে দাফনের ব্যবস্থা করি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips