১) মানুষ মরে গেলে পঁচে যায়। বেচে থাকলে গুম হয়। কারনে অকারনে গুম হয়, সকালে বিকালে গুম হয়।
২) প্রত্যেক টা মানুষই মেধাবী। কেউ পড়াশোনা তে মেধা খাটায় কেউ আকাম করার জন্য খাটায়। সে যে কাজই করুক না কেন মেধা কিন্তু সে ঠিকই খাটায়।
৩) পরীক্ষার আগে আর রমজান মাসে বেশিরভাগ পোলাপাইন ধার্মিক হয়ে যায় :-P
৪) সোশ্যাল সাইট যেমনই হোক, নেশা তৈরি করার মত ক্ষমতা প্রত্যেকটা সোশ্যাল সাইটেরই থাকে।
৫) স্ট্যাটাসে হ্যাশট্যাগ মারো,
সহজেই স্ট্যাটাস চোর ধরো ;-) :-P
৬) জগতে সেই ব্যক্তিই ভাগ্যবান যার কাছে কেউ পরীক্ষার রেজাল্ট জানতে চায় না।
৭) যার উপর মেজাজ খারাপ হয় সে যদি উল্টো মেজাজ দেখায় তবে মেজাজ টা আরো বেশি খারাপ হয়। আর এভাবেই নষ্ট হয়ে যায় অনেক বন্ধুত্ব। এসব ক্ষেত্রে উল্টো মেজাজ না দেখিয়ে মেজাজ ভালো করার চেষ্টা করা উচিত। ক্ষেত্র বিশেষে সরি বলার অভ্যাস থাকাও জরুরি। একটা ছোট্ট সরি(অবশ্যই আন্তরিকভাবে) অনেক কিছু বদলে দেয়ার ক্ষমতা রাখে।
৮) কোনো সম্পর্ক "তুমি" থেকে "আপনি" তে নেমে গেলে অবাক লাগে, ভয়ংকর রকমের অবাক লাগে। মস্তিষ্ক অনুভূতি শূণ্যও হতে পারে।
৯) প্রিয়তমা আমি হয়ত ভালো করে প্রেম করতে পারি না কারন আমার প্রেমের পূর্ব অভিজ্ঞতা নেই। তবে বিশ্বাস করো আমার ভালোবাসা একদম পিওর, আইএসও সার্টিফাইড।
১০) আমার স্মৃতিশক্তি এতোটা দূর্বল নয় যে আপনাকে ভুলে যাবো।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন