সোমবার, ১২ মে, ২০১৪

আমরা সবাই কিন্তু মা কে ভালোবাসিনা

আমরা সবাই কিন্তু মাকে ভালোবাসিনা। হ্যা আমরা সবাই কিন্তু মাকে ভালোবাসিনা। আপনি আপনার আশেপাশে খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অনেকেই তার মাকে পর্যাপ্ত সম্মান টুকু দেয় না। কোনো তুচ্ছ ঘটনা নিয়েও মা কে গালাগাল করা এমন কি গায়ে হাত তোলার মত ঘটনাও ঘটে। পরিবারের আদুরে মেয়েটি মাঝে মাঝেই মায়ের সাথে উচু গলায় কথা বলে যা মায়ের মন কে কাদিয়ে দেয়। আবার অনেক সন্তান বড় হয়ে গেলে তার মায়ের প্রতি পর্যাপ্ত খেয়াল রাখে না। অবহেলিত মা সবসময়।  অভিজাত পরিবার থেকে শুরু করে সমাজের সব স্তরেই উল্লেখযোগ্য ভাবে মায়ের প্রতি অবহেলা দেখা যায়। আপনি বউ পেটানোর সময় আপনার সন্তানের মায়ের কথা ভুলে যাচ্ছেন। আবার আরেক শ্রেণীর মানুষ কথায় কথায় মা তুলে গালি দেয়। মন কে হুকুম দেয়,
"কি?? ও এইটা করছে?? যা ওর মা রে গালি দে। রিটার্ন নিতে ভুলিস না।"
এভাবে মা নিয়ে গালি বিনিময় প্রথার মাধ্যমে অধিকাংশ মা'ই গালি খাচ্ছে। আমি সংখ্যা লঘিষ্ঠ দের নিয়ে ভাবছি না। আমি সংখ্যা গরিষ্ঠ মায়ের কথা বলছি। উপরের ঘটনা এবং বাদ পড়া অন্যান্য ঘটনা মিলিয়ে দেখবেন ভাগ্যবান মা সংখ্যা লঘিষ্ঠ।

২টি মন্তব্য:

  1. সঠিক পয়েন্টে দৃষ্টি দিয়েছেন। বিশেষ করে "বউ পেটানোর সময় সন্তানের মা'য়ের কথা ভুলে যাওয়া" আর "গালি দেবার সময় মা'কে উদ্দেশ্য করে গালি দেয়া/নেয়া" এই দুইটা পয়েন্ট মূলত আমরা চোখ খুলে দেখতে চাই না।


    একটা অনুরোধ করছি। আপনার মা'নিয়ে কিছু লেখা http://goo.gl/YdXtEr এই ইভেন্টে দিলে ইভেন্ট এবং ইভেন্টের উদ্দেশ্য দুটোই সফল হতো। একটু খেয়াল করবেন আশা করি।


    ধন্যবাদ।

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ আপনাকে। পোস্ট করেছি

    উত্তরমুছুন

 
Tricks and Tips