১) একটা সময় কিছু মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায়। তার আত্মকেন্দ্রিকতায় সে নিজে যাই কষ্ট পাক, যাদের মনে জায়গা করে নিয়েছিল তারাই বেশি কষ্ট পায়।
২) আপনি চরম লেভেলের ভাগ্যবান না হয়ে যদি মোটামুটি ভাগ্যবান হোন তবে মেয়েরা আপনার উপর ক্রাশ খাবে, ইশারা ইঙ্গিতে আপনার প্রতি তার দূর্বলতা, ভালোবাসা, অধিকার প্রকাশ করবে। বাকি কাজ টুকু আপনাকেই করে নিতে হবে।
৩) একটি রিলেশনশীপে দুজনকেই কম বেশি দায়িত্বশীল হতে হবে। একজন দায়িত্বশূণ্য হয়ে গেলে অপরজনও তার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবে না। একচক্রযান কখনোই বেশিদূর যেতে পারেনা।
৪) পাঠকের আগ্রহ স্ট্যাটাসের আকারের ব্যাস্তানুপাতিক।
৫) ঝগড়া বিহীন প্রেম, লবণ বিহীন তরকারী।
৬) বিশেষ দিন গুলো কে নিয়ে আমার কখনোই আগ্রহ থাকে না। সাধারণ দিন গুলোকে বিশেষ বানিয়ে ফেলার মজাই আলাদা।
৭) মধ্যরাতের সময়টাতে মস্তিষ্কে অদ্ভুত রোমান্টিকতা খেলা করে ছেলে এবং মেয়ে উভয়ের মাঝেই। আপনার প্রিয়তমা কে আর্দ্র ভালোবাসায় সিক্ত করার মোক্ষম সময় বলা যেতে পারে। দুজনের মন এসময় খুব কাছে চলে আসে দেহ যতই দূরে থাকুক।
৮) ফেসবুকে লেখকের সংখ্যা বাড়ছে, কমিউনিটি ব্লগ গুলো মরে যাচ্ছে।
৯) বন্দুকের গুলি,
ফেসবুকের পোক,
আর ফেসবুকের মেসেজ
এই তিন টা জিনিস ছুটলে
আর ফেরানো সম্ভব না।
ভুল জায়গায় ছুটলে কপাল খারাপ
১০) কেউ যদি পরম মমতায় আপনার মাথার চুল টেনে দেয় তবে বুঝবেন আপনি সবচেয়ে আরামদায়ক সময় পার করছেন। আর সেটা যদি মায়ের হাত হয়, তবে আপনি নিজেকে স্বর্গে আবিষ্কার করবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন