অনন্ত জলিল এবার বই লিখেছেন। উপন্যাস টির নাম নি:স্বার্থ ভালোবাসা। এটা নিয়ে বিভিন্ন মানুষ কি রকম মন্তব্য করতে পারেন দেখা যাক
১|রম্য লেখকরা এবার অবসর
নিতে পারেন !
২| অনন্ত জলিল
তো দেখি বহুমুখি প্রতিভার
অধিকারী!!!!!
৩| হু ! এবার মনে হয় ঔপন্যাসিকদের দিন
শেষ হয়ে এল ।
৪| মুল
কথা হচ্ছে উচ্চারনটা কে লিখেছেন
?
যদি জলিলের উচ্চারনেই উপন্যাস
লিখা হয় তা হলে সেটি আর
পড়তে হবে না, এটির নাম
হবে "রসআলো"।
৫|কবে না উনি আবার রকেট বানান !!!
৬|জলিল তো অনেক কারিশমা জানে।
ঔপন্যাসিকদের ভাত উঠিয়ে দিচ্ছে ।
৭| মিঃ অনন্ত জলিল,
আপনাকে চিনতে আমাদের অনেক
দেরি হয়ে গেছে। আপনি যে এত
গুণের সাগর
আমরা তা আগে বুঝতে পারিনি।
আপনার এই গুণের
অথৈ সাগরে আমাদেরকে ভাসিয়ে
দেওয়ার জন্যে, আপনাকে আমার
এবং আমাদের পক্ষ
থেকে একটি গাঁধা ফুলের অন্তিম
শুভেচ্ছা।
৮|ছেলেটা এখনো উপযুক্ত
কোনো অভিভাবক পায়নি ।
৯| নতুন রবীন্দ্র জলিল
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন