শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

সমকাল না সমকামী ? >_<

রুম্মান রশীদ খান কে চিনি ২০১২ সাল থেকে। তখন তিনি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমার স্ক্রিপ্ট লিখেছিলেন। সেই সময় ঢালিউড সংশ্লিষ্ট গ্রুপে বেশি ঘোরাঘুরি করতাম। তো একদিন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী গ্রুপে গানের শুটিং এর চিত্রায়ন নিয়ে কথা হচ্ছিল। আমি ফান করেই বলেছিলাম, “যেহেতু মালয়েশিয়ায়
শুটিং হচ্ছে তো আপনারা সেখানকার কোনো স্টেডিয়ামে গানের দৃশ্য ধারনের চেষ্টা করে দেখতে পারেন। যদি মালয়েশিয়ায় সম্ভব না হয় তবে বাংলাদেশের স্টেডিয়াম গুলোও ব্যবহার করতে পারেন। দর্শক ভিন্ন কিছু পাবে” কিন্তু সেদিন
শাকিব খানের কিছু কানা চ্যালা এবং রুম্মান রশীদ খান আমার এই মন্তব্যে কেন যেন ক্ষিপ্ত হয়ে যান। সেদিন কিছুটা কথা কাটাকাটি হয়। আমার স্বভাব অনুযায়ী ফানি কমেন্ট করে তাদের সাথে তর্ক করছিলাম যেহেতু আমি শাকিব হেটার ছিলাম। আব্দুল্লাহ জুবায়ের ভাইও আমার সাথেই ছিলেন। এক পর্যায়ে আমাকে গ্রুপ থেকে ব্যান করা হয়। সেই থেকে রুম্মান রশীদ খান কে আমার ভালো লাগেনা। তো আসল কথা হলো গতকাল সমকাল পত্রিকায় দেখলাম “গুন্ডের জয়জয়কার” না কি যেন একটা লেখা। সেটা লিখেছেন রুম্মান রশীদ খান। যখন
দেশের অনলাইন জগত গুন্ডের বিরুদ্ধে ক্ষীপ্ত ঠিক তখনই তিনি গুন্ডের জয়জয়কার শিরোনামে গুন্ডের সুনাম করলেন। তিনি অন্ধ হয়ে এটা করলেন নাকি সমকালের সমকামীতার ছোয়ায় তার চোখে মুক্তিযুদ্ধ কে হেয় করার অংশটুকু চোখে ধরেনি বুঝলাম না। যেখানে আমাদের স্বাধীনতার ইতিহাস কে বিকৃত
করা হয়েছে সেখানে উনি কি করে গুন্ডের সুনাম করেন!!!? দুদিন আগেই ফারনাজ আলম এই সমকালেই একুশে ফেব্রুয়ারি কে তামাশা করে সাজসজ্জার
টিপস দিলেন। ফারনাজ আলম এর আগেও উল্টাপাল্টা টিপস দিয়েছেন। হনুমানের মুখাবয়বের মত সাজলে কিভাবে শোক প্রকাশ করা হয় তা স্বয়ং হনুমানও বুঝতে চাইবে না। আচ্ছা সমস্যা টা কি সমকালের না সমকালই সমস্যা যুক্তদের নিয়ে কাজ করে বুঝলাম না। এই একটা পত্রিকাই উল্টাপাল্টা কাজকারবার করে মাথা গরম করে দেয়। এইটার নাম সমকামী কেন নয় তা সত্যিই চরম রহস্য ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips