অতীতেও আমরা
খারাপ সিরিজ খেলার পর ভালো সিরিজ খেলেছি। একটা এলোমেলো
ঝঞ্ঝাটপূর্ণ সিরিজ গেলো। সামনে কিছু গোছালো জয়
আশা করতে পারি। যে যাই বলুক, যত মন খারাপই করুক। যতই বাংলাদেশ ক্রিকেট টিম
কে গালি দিক না কেন, মনের গভীরে বাংলাদেশ টিমের জন্য যে ভালোবাসা টা তৈরি হয়েছে তা এত সহজে মোছার নয়। কোনোদিন মুছবে না। আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো পারলে বিডি টিম কে ঘৃনা করুন। জানি পারবেন না। কোনোদিন পারবেন না। প্রজন্ম থেকে প্রজন্মে এই ভালোবাসাটা বাড়তে থাকবে। এই ভালোবাসা টা অন্য সবকিছুর চেয়ে বেশি। ভালোবাসা যদি ফেরত নেয়া যেত তবুও বিডি টিম থেকে কেউ তা ফেরত নিতে পারতো না। আমি বিশ্বাস করি পৃথিবীর অন্য কোনো ক্রিকেট টিম কে তাদের টিম কে যতটা ভালোবাসে আমরা তার চেয়ে শতগুন বেশি ভালোবাসি। আমাদের ভালোবাসাই আমাদের টিম কে এতদূর এনেছে। এই ভালোবাসা পেয়েই ছেলেরা এশিয়া কাপ জিতবে।
আমরা বাংলাদেশ ক্রিকেট টিম কে কেন ভালোবাসি এই প্রশ্নের উত্তর খুজতে চাইবো না। আমি কোনোদিন বুঝতে চাইবো না একটা পরাজয়ের পর কেন জয়ের আশা করি। আপনি কখনোই বুঝতে চাইবেন না একটা জয়ের পর কেন
আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আমাদের প্রথম পরিচয়
আমরা #বাংলাদেশি। আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি এবং আমাদের
ক্রিকেট টিম কে ভালোবাসি। সব পরিচয় মুছে গেলেও আমাদের প্রথম পরিচয়
টা মুছবে না। যে শিশু জন্ম নেবে আগামীতে, তার হৃদয়ে বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট টিম থাকবে গেঁথে।
কে গালি দিক না কেন, মনের গভীরে বাংলাদেশ টিমের জন্য যে ভালোবাসা টা তৈরি হয়েছে তা এত সহজে মোছার নয়। কোনোদিন মুছবে না। আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো পারলে বিডি টিম কে ঘৃনা করুন। জানি পারবেন না। কোনোদিন পারবেন না। প্রজন্ম থেকে প্রজন্মে এই ভালোবাসাটা বাড়তে থাকবে। এই ভালোবাসা টা অন্য সবকিছুর চেয়ে বেশি। ভালোবাসা যদি ফেরত নেয়া যেত তবুও বিডি টিম থেকে কেউ তা ফেরত নিতে পারতো না। আমি বিশ্বাস করি পৃথিবীর অন্য কোনো ক্রিকেট টিম কে তাদের টিম কে যতটা ভালোবাসে আমরা তার চেয়ে শতগুন বেশি ভালোবাসি। আমাদের ভালোবাসাই আমাদের টিম কে এতদূর এনেছে। এই ভালোবাসা পেয়েই ছেলেরা এশিয়া কাপ জিতবে।
আমরা বাংলাদেশ ক্রিকেট টিম কে কেন ভালোবাসি এই প্রশ্নের উত্তর খুজতে চাইবো না। আমি কোনোদিন বুঝতে চাইবো না একটা পরাজয়ের পর কেন জয়ের আশা করি। আপনি কখনোই বুঝতে চাইবেন না একটা জয়ের পর কেন
আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আমাদের প্রথম পরিচয়
আমরা #বাংলাদেশি। আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি এবং আমাদের
ক্রিকেট টিম কে ভালোবাসি। সব পরিচয় মুছে গেলেও আমাদের প্রথম পরিচয়
টা মুছবে না। যে শিশু জন্ম নেবে আগামীতে, তার হৃদয়ে বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট টিম থাকবে গেঁথে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন