রেজা ভাই কেমন আছেন?
ধুর ভাই জেতা খেলা হাইরা গেলাম আর আপনে কন "কেমন আছেন?" আপনে মানুষ না আম্পায়ার?
রেজা ভাই লন ডানো খান
ডানোর গুড়া তামিম রে মাখান।
ধুর মিয়া জেতা খেলা হাইরা গেলাম আর আপনে আইছেন ডানো নিয়া? আপনে মানুষ না আম্পায়ার?
রেজা ভাই লন বুস্ট খান এনার্জী বাড়ান
ঐডা সাকিবে মুখে ঢাইলা দেন। যাতে বোল্ড হইয়া আমগো না কান্দায়। জেতা খেলা হাইরা গেলাম আর আপনে আইছেন বুস্ট নিয়া? আপনে মানুষ না আম্পায়ার?
রেজা ভাই বুঝছি অনেক রাইগা আছেন। লন গ্ল্যাক্সোজ খান
ঐডা নাসির রে খাওয়ান যাতে অসময়ে আউট না হয়। জেতা খেলা হাইরা গেলাম আর আইছে গ্ল্যাক্সোজ মারাইতে। আপনে মানুষ না আম্পায়ার?
রেজা ভাই লন পানি খান।
ঐডা আমার মাথায় ঢালেন। জেতা খেলা হা………
টি টুয়েন্টি তো আরেকটা বাকী আছে? ওয়ানডেও তো বাকী আছে? পানি দিয়া ধুইয়া দিমু বাকী গুলারে। পানি রেডি রাইখেন।
#BanvSL
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন