বুধবার, ৫ মার্চ, ২০১৪

আর কত পতাকার অপমান করবি?



১৯৭১ সালের ২ রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের মানচিত্র
খচিত প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আমরা কি এই দিন টার মর্যাদা দিচ্ছি?
-আরে ভাই মর্যাদা দিচ্ছি না মানে!!? মিরপুর স্টেডিয়ামে দেখেন কত্ত পতাকা।
কত্ত সুন্দর সুন্দর পতাকা। 
হায়রে বাঙালী, এই বাংলার বুকে থেকে তার পতাকার আর কত অপমান করবি? ক্যান ভাই ভারত পাকিস্তানের জন্য এত দরদ ক্যান? বুঝলি নারে এই লাল
সবুজ পতাকার মূল্য কত। কিছু মানুষ ভারত পাকিস্তানে জন্ম নেয়ার বদলে ভুল করে এদেশে জন্ম নিয়ে ফেলেছে। নিজের জন্ম পরিচয় নিয়ে সন্দিহান থাকলে যাকে তাকে বাপ বলতেই পারে। কি দরকার সবচেয়ে বড় # মানব
পতাকা বানিয়ে গিনেজ বুকে নাম লিখে? যেখানে আমরা নিজেরাই সম্মান
টা কে পদদলিত করি। যারা আজ ভারত পাকিস্তানের পতাকা নিয়ে লাফাচ্ছো এই পতাকাই যেন তোমাদের কাফন হয

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips