বুধবার, ৫ মার্চ, ২০১৪

আগুন নিভাইলাম না জ্বালাইলাম?


আগুন নিভাইলাম না জ্বালাইলাম?
১| পাশের বাসায় আজ গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরেছিলো। আমি গিয়ে দেখি দাউ দাউ করে জ্বলছে অথচ কেউ টের পায়নি। কিছুতেই নেভাতে পারছিলাম না।
পরে কাথা ভিজিয়ে চাপা দিলাম। ভাগ্যিস বার্স্ট হয়নি। কিন্তু সমস্যা হলো ওই বাসার মেয়েটার সাথে আচমকা ধাক্কা লাগে। এই মেয়েগুলো সব ধাক্কা কেই রোমান্টিক মনে করে

২|
মেয়ের মায়ের চেহারা আর ড্রেসআপ দেখে সবসময়ই মনে হয়েছে উনি আমার
সামান্যই সিনিয়র হবেন। গতকাল তাদের গ্যাস সিলিন্ডার থেকে ধরে যাওয়া আগুন নিভিয়ে দিয়ে মনে মনে নিজেকে হিরো ভেবেছিলাম। তড়িঘড়ি করতে গিয়ে মেয়ের সাথে ধাক্কা খেয়েছিলাম নি:সন্দেহে এখানে আমি নিরপরাধী। কিন্তু আজ দুদিন মা মেয়ের পালাক্রমে হাসি দেখে যারপরনাই খুশিত লজ্জিত। অবশেষে একটা সমাধানে পৌছালাম। মেয়ের মা কে আপু ডাকাই বেটার

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips