বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

ময়লা বাবা এবং আমি: পর্ব-৩ (রম্য)

ফেসবুক সেলিব্রেটি ময়লা বাবা যথারীতি তার স্ট্যাটাস পুস্টানো অব্যাহত রাখিলেন। তো একদিন তিনি স্ট্যাটাস মারিলেন-
মেয়েটাকে পরিচিত মনে হচ্ছে ,
অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি, মনে হয়
আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে আছে।
ফেসবুকে সবাই এডিট
করে ছবি দেয়াতে ফেসবুকের
বাইরে কাউরে দেখলে সহজে চেনা যায়
না। মেয়েটা আমার
দিকে এগিয়ে আসছে...
মেয়েঃ এই যে , আপনি আমার
দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন?

অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি
আমিঃ আপনি সুন্দরী এই জন্য
তাকায়ে আছি
মেয়েঃ সুন্দরী হইলেই হাবার মত তাকায়
থাকতে হবে , এইটা কেমন কথা
আমিঃ কবি নজরুল বলেছেন,"তুমি সুন্দর
তাই চেয়ে থাকি প্রিয় একি মোর
অপরাধ"
মেয়েঃ নজরুল বললেই তাকায়
থাকতে হবে...
আমিঃ সুন্দরীদের দিকে টুকটাক
তাকানো দোষের কিছুনা।
মেয়েঃ কি নাম আপনার?
আমিঃ আমি ... ম... ময় ...
মেয়েঃ ম ম কি ? ... মওদুদ আহমেদ?
আমিঃ আরেহ না ...
মেয়েঃ তো কি ... মখা ?
আমিঃ না তাও না ...
আমি ময়লা বাবা... আপনি মনে হয় আমার
ফেসবুক ফ্রেন্ডলিস্টে
আছেন...
মেয়েঃ হু বিশ্বাস
করছি আপনে ময়লা বাবা ...
আপনারে দেইখা মওদুদ আর মখার
কম্বিনেশন মনে হইতেছে। আমি যাই,
আপনে দাড়ায় থাকেন হাবার মত।
...এইটুক হইলে স্ট্যাটাস লেখার দরকার
ছিলনা,আজকে সকালে ইনবক্সে ওই
মেয়ে মেসেজ
দিছে ,"বাবা জানেন,ওইদিন
শপিং সেন্টারে একটা গাবদা গুবদা টাই
ছেলে নিজেরে ময়লা বাবা বলে পরিচয়
দিছে আবার
বলছে আমি নাকি সুন্দরী,আমি কিছু
বলি নাই, অবশ্য সুন্দরী শুনতে ভালোই
লাগছে"
...মেসেজ এর রিপ্লাই দেই নাই ,
কে জানি একবার বলছিল ,"সুন্দরীদের
দিকে তাকাইলে ভাব দেখায়, আবার
না তাকাইলে টেনশনে পইড়া যায় ,
ছেলেটা আমার দিকে তাকায়
না ক্যান? মনে হয়
আজকে আমারে দেখতে সুন্দর
লাগতেছে না"
এমতাবস্থায় আমি গিয়া কমেন্ট মারিয়া আসিলাম-
সেদিন এক ফ্রেন্ড কইলো "দোস্ত তোর ফেবু আইডি ডা দে তো"
আমি ময়লা বাবার আইডি লিংক ধরাইয়া দিয়া কইলাম "এইডা আমার আইডি। কাউরে কইস না পিলিজ!"
হালায় তো চোখ বড় বড় কইরা কয় "কি! তুই ময়লা বাবা!? এতদিন কস নাই! দোস্ত ট্রিট দে নাইলে ফাঁস কইরা দিমু"
আমি উল্টা কইলাম "আমারে খাওয়া তাইলে ফ্রেন্ডলিস্টে ঢুকাইয়া নিমু"
খাইয়া দাইয়া মুখ মুইছা চইলা আইলাম :3
আমিও কম না :3

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips