ঘটনা-১
রাস্তা দিয়ে হাটছি। উদ্দেশ্য মোড়ের
একটা দোকানে যাওয়া। সেই
মুহুর্তে দুইটা মেয়ে পাশ
কাটিয়ে গেলো। পাশ কাটানোর সময়
তাদের একজন বলল, “উফ কি ঝাল রে বাবা!”
ঠিক তখনই অপর মেয়েটা বলল, “এখন
একটা (মুখ দিয়ে অদ্ভুত শব্দে চুমুর ইঙ্গিত
করে) দরকার” এবং দুজনের মিলিত হাসি
একটা দোকানে যাওয়া। সেই
মুহুর্তে দুইটা মেয়ে পাশ
কাটিয়ে গেলো। পাশ কাটানোর সময়
তাদের একজন বলল, “উফ কি ঝাল রে বাবা!”
ঠিক তখনই অপর মেয়েটা বলল, “এখন
একটা (মুখ দিয়ে অদ্ভুত শব্দে চুমুর ইঙ্গিত
করে) দরকার” এবং দুজনের মিলিত হাসি
ঘটনা-২
আমি মোড় থেকে বাসার
দিকে ফিরে আসছি। এবার
পথিমধ্যে দ্বিতীয় মেয়েটা। আমি যখন
তাকে অতিক্রম করব ঠিক সেই
মুহুর্তে মেয়েটি কচি কাচা বাচ্চাদের
আই লাভ ইউ বলা শেখাচ্ছে,”এই
বলো বলো আই লাভ ইউ বলো”
দিকে ফিরে আসছি। এবার
পথিমধ্যে দ্বিতীয় মেয়েটা। আমি যখন
তাকে অতিক্রম করব ঠিক সেই
মুহুর্তে মেয়েটি কচি কাচা বাচ্চাদের
আই লাভ ইউ বলা শেখাচ্ছে,”এই
বলো বলো আই লাভ ইউ বলো”
ফুটনোট:- আল্লাহ আইজ কাইলকার
মাইয়াগুলা যা হইছেনা!
মতিগতি বোঝা বড় দায় । ঝালের এই
মেডিসিন যে কে আবিষ্কার করল!
মাইয়াগুলা যা হইছেনা!
মতিগতি বোঝা বড় দায় । ঝালের এই
মেডিসিন যে কে আবিষ্কার করল!
১৩ জানুয়ারী ২০১৪, বিকাল ৫টা
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন