বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

ময়লা বাবা এবং আমি: পর্ব-৪ (রম্য)

ময়লা বাবা এবার স্ট্যাটাস মারিলেন ফেসবুক সেলিব্রেটি তত্ত্ব নিয়ে -
কিছুদিন আগে ছেলে জিগ্যেস
ইনবক্সে জিগ্যেস করতেছে ,"ভাই , ফেসবুক
সেলিব্রিটি কেমনে হয়?"
আমি বললাম ,"সেলিব্রিটি কেমনে হয়
জানিনা , তবে আপনি যদি ভালো কিছু
লেখা পোষ্ট করতে পারেন
সেলিব্রিটি না হইতে পারলেও
আস্তে আস্তে কিছু মানুষ আপনার
লেখা ভালোবাসবে এইটা নিশ্চয়তা দি
আপনার নতুন লেখার জন্য
তারা অপেক্ষা করবে"

ছেলে উত্তর দিল,"ধুররর ,
আমি জানতে চাইলাম
সেলিব্রিটি কেমনে হয় আর
আপনে মিয়া আমারে লেখক বানানোর
চেষ্টা করতেছেন"
--
গতবছরের প্রথম দিকে এক বড় ভাই স্ট্যাটাস
দিছিল ,
"ফেসবুকে ফেমাস হইতে চাও , লেখার
মান বাড়াও , মানুষ
তোমাকে ভালবাসবে"
ওই বড় ভাই গতরাতে আবার স্ট্যাটাস
দিছে,
"ফেসবুকে ফেমাস হইতে চাও , লেখার
মান কমাইতে থাকো , মানুষের
স্ট্যাটাসে গিয়া "এড মি , এড মি" কর"
...পুরাই ময়লার ডিব্বা মার্কা অবস্থা

এইটা দেখিয়া আমি যথারীতি কমেন্টাইলাম-
এরা সেলিব্রেটি হওয়ার পর যা ঘটবে আরকি।
ধরুন ফ্রেন্ডলিস্টের কোনো মেয়ের সাথে বাস্তবে দেখা হল। তখন ছেলেটা মেয়েটার দিকে তাকিয়ে থাকবে। মেয়েটা তখন বলবে,
"এই ছেলে এভাবে তাকিয়ে আছেন কেন?"
-"আপনি সুন্দরী তাই তাকিয়ে আছি"
"সুন্দরী বলেই তাকাতে হবে?"
-"আপনি মনে হয় আমার ফ্রেন্ডলিস্টে আছেন তাই তাকাচ্ছিলাম"
"আপনার নাম কি?"
-"আবর্জনা বাবা"
"ও আপনিই সে যে মানুষের স্ট্যাটাসে গিয়ে এড মি বলে চিল্লান, একেবারে ছাগলের ল্যাদার মত ল্যাদান। আবার ইনবক্সে লাইক ব্যাকও চান?"
-"জ্বী জ্বী চিনতে পারছেন :-D "
"আপনি তো সারাদিন প্রোফাইল পিক পাল্টান, সেইখানে তো আপনারে ফর্সা লাগে। ফটোশপ দিয়ে করছেন কি ছবি গুলার! রিয়েল লাইফে তো আপনে আবর্জনার চাইতেও অধম। যা ভাগ আবর্জনা"
হ সবাই সেলিব্রেটি হ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips