সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

ব্লগার একটি গালি

দু:সম্পর্কের কয়েকজন কাজিনের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম । আর এইদিকে ব্লগে ঘোরাঘুরি করছিলাম। হঠাত এক কাজিন বলে উঠলো
-তুই সবসময় ফোনে কি করিস? যখনই দেখি হাত চলতেই থাকে?
*এইতো হাতের ব্যয়াম করি।
-সবসময় তোর ফাইজলামি। কি করিস সেইটা বল। নয়ত বক্সিং মারবো ।
বক্সিং খাওয়ার ভয়েই হয়ত বললাম
*এইতো ব্লগে ঘোরাঘুরি করি।
-ব্লগ কি?
*তোর মাথা, তুই বুঝবি না।
-বোঝালেই বুঝবো। তাড়াতাড়ি বোঝা ।
*ব্লগার নাম শুনেছিস?
-হ্যা শুনেছি।

*ব্লগে ঘুরে আমি ব্লগার দের লেখা পড়ি। পরীক্ষার্থীরা যেমন পরীক্ষার খাতায় লেখে ব্লগার রা তেমনি ব্লগে লেখে ।
-তুই লিখিস?
*কয়েকটা লিখেছি
-কি তুই ব্লগার! তুই এতো খারাপ হয়ে গেছিস! আগে তোকে অনেক ভাল জানতাম। ছিহ
*আমি আবার খারাপ কি করলাম? :-o
-ব্লগার করে তুই বলছিস আমি কি করেছি! জানিস না ব্লগার কত খারাপ? তুইও তার মানে খারাপ খারাপ কথা লিখিস। নামাজ কালাম তো কিছু পড়িসই না উল্টা নাস্তিক হয়ে যাচ্ছিস
*আমি নাস্তিক মানে? কিসব আজেবাজে কথা বলছিস?
-ব্লগার মানে নাস্তিক জানিস না ?


কথাগুলো বড় কাজিন টার সাথে হচ্ছিল। ছোটগুলোও মাঝে মাঝে সায় দিচ্ছিল। আমি অনেক্ষন তাকে বোঝানোর চেষ্টা করলাম ব্লগার মানে নাস্তিক না, ব্লগার ধারনা টা মোটেও খারাপ নয়। তারা গল্প লেখে কবিতা লেখে, বিভিন্ন ভ্রমণ কাহিনী লেখে।
তবুও তাদের ধারনা থেকে বিন্দুমাত্র সরাতে পারিনি। এমন ধারনা শুধু আমার এই কাজিনদের না, সারা দেশে এমন হাজার হাজার মানুষ আছে, এই ফেসবুকে হাজার হাজার মানুষ আছে যারা মনে করে ব্লগার মানে খারাপ কিছু। সেইদিনই একজন মেসেজ দিল
-ভাই আপ্নেরে আগে খুব ভাল জানতাম।
*এখন খারাপ জানেন? :-/ কেন?
-এইযে কি সব ব্লগার টগার করেন।
*এতে খারাপের কি?
-ভাই ব্লগার ছাইড়া ভালো হইয়া যান। এইসব করলে গুনাহ হয় ।
*আগে কন কি কারনে গুনাহ হয় তারপর ছাড়বো
-ভালো উপদেশ দিছিলাম। শুনলি না। যা *****চ****
অত:পর ব্লকিত । এইটুকু বুঝলাম
ব্লগার একটা গালি …
[উল্লেখ্য: আমি কোনো ব্লগার নই। আমার কাজিন রা আমাকে ভুল করে ব্লগার ভেবেছে]

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips