বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

আরিফ আর হোসাইনের জনপ্রিয়তা হুমকীতে



পুরাতন খবর: নিউটনের মধ্যাকর্ষণ সূত্র ভুল প্রমানিত
নতুন খবর: আরিফ আর হোসাইনের জনপ্রিয়তা হুমকীর মুখে।
নতুন খবরের বিস্তারিত রুপ: কতিপয় চেইন ফেবু ইউজার #আরিফ_আর_হোসাইন ভাইয়ের এই বিশাল জনপ্রিয়তায় মনে মনে ঈর্ষান্বিত হয়ে পড়েন। তাদের নিউরনে একটা কথাই অনুরনন তুলল “আমরা সারাদিন ফেবুতে থাকি অথচ আরিফ নামে কোন বারকোড ওয়ালা এত জনপ্রিয়? এটা অন্যায়। যেই ফেবুকে আমরা এতকিছু দিচ্ছি সেই ফেবুই আমাদের করে রাখবে ব্রাত্য? আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব। আমাদের নেট প্যাকেজের শেষ কিলোবাইট
থাকা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। “ কিন্তু কোনো আন্দোলন চালাতে হলে অবশ্যই স্লোগান লাগে, পরামর্শ লাগে। এক্ষেত্রে বিদেশিদের পরামর্শ বেশ কাজে দেয়। তারা বিদেশিদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ শুরু করে। তাদের সেরা স্লোগান হল “এড মি আই এম ব্লক” , এ তো “অধিকার চাই, আমি অধিকার বঞ্চিত” এরই মার্জিত রুপ! আরেকটি স্লোগান হল “প্লিজ লাইক ব্যাক” , “পশ্চাদ দেশে লাইক দে”। জনমত তৈরীর জন্য তারা বিভিন্ন স্থানে সমাবেশ করে। যেমন রাজনৈতিক দলের নেতাদের বলা হয় “অমুক ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র। অমুক ভাই কে ভোট দিন” তেমনি এরাও সমাবেশ করে বলে “এড হিম, বেস্ট লাইকার, থ্রিজি লাইকার,
সেইরাম এক্টিভ” প্রত্যেকটা আন্দোলনেরই একটা ফল আছে। এই ফল স্বরুপ অবশেষে আরিফ ভাইয়ের বিপরীতে জনৈক প্রতিদ্বন্দী পাওয়া গেছে। দুইজনের মাঝে তুলনা করে বোঝা গেল প্রতিদ্বন্দী টাই আরিফ ভাইয়ের
চেয়ে এগিয়ে। উল্লেখ্য আরিফ আর হোসাইন এর আগে একটি পোস্টে পুরষ্কারের ঘোষনা দিয়েছিলেন। সেই পোস্টে এক বছর ধরে ৫০০০০ এর কাছাকাছি মন্তব্য
হয়েছে। কিন্তু জনৈক প্রতিদ্বন্দী তিন
দিনেই ৩২০০০+ মন্তব্য পেয়ে জানান
দিলেন “আমি আসছি, রেডি থাইকেন”
পরিসংখ্যান বলছে তিনি অচিরেই লাইক
কমেন্টে #আরিফ ভাই
কে ছাড়িয়ে যাবেন।
এখানে প্রশ্ন আসতে পারে জিম্বাবুইয়ান
ডলার আর ইউ এস ডলার এক হলো? আমি বলব,
দুইটার নামেই ডলার আছে, পার্থক্য শুধু
একটা জিম্বাবুয়ের আরেকটা ইউএসএ’র।
এই অবস্থায় আরিব্বাইয়ের
কাছে অনুভূতি জানতে চাইলে জবাব
আসে “অনুভূতির ফালুদা”
সেই দিন আর দেরি নাই যেদিন ফেবুর
সমস্ত অধিকার বঞ্চিত ইউজার এই jounoik (জনৈক) নেতার gay gay(জয় জয়) করবে। সেদিন হয়ত ইনিই এগিয়ে যাবেন
gay jounoik shalirbeti
জয় জনৈক সেলিব্রেটি

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips