মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

আজ ব্যর্থ হয়েছি বলে কাল সফল হবো না এটা হতে পারেনা

আমি অবশ্য কিছু কিছু ক্ষেত্রে কারো কথা পাত্তা দেই না। যে যা বলে বলুক ওসব গোনায় ধরে মন খারাপ করার টাইম নেই। আমি জানি একজন প্লাস পেলেই সে প্রকৃত মেধাবী হয়ে যাবে না, আবার কেউ প্লাস পায়নি মানে এই নয় সে মেধাবী নয়। মানুষের জীবনে ব্যর্থতা সফলতা আসবেই। আমি যদি কাল সফল হই তবে সেটাকে আমি ভবিষ্যতের প্রেরনা হিসেবে নেবো। আবার আমি যদি কাল ব্যর্থও হই তবুও সেটা ভবিষ্যতে সফল হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইবো। মানুষের জীবনে ব্যর্থতার পেছনে থাকে ব্যর্থতা এবং সফলতা, আবার মানুষের জীবনে সফলতার পেছনে থাকে ব্যর্থতা এবং সফলতা। যে যেদিকে নিজেকে পরিচালিত করবে সে সেদিকেই যাবে। আজ ব্যর্থ হয়েছি বলে কাল সফল হবো না এমন কোনো কথা নেই। জীবনের প্রতিটা পদক্ষেপই চ্যালেঞ্জ।

"…সিড়ি দিয়ে উঠতে গিয়ে আমার পা ফসকে যেতেই পারে, তাই বলে রেলিং ধরে নিজেকে সামলে নেবো না এমন টা হতে পারে না। যদি তুমি রেলিং টা ধরতে না চাও তবে গড়াতে গড়াতে নিচেই গিয়ে পড়বে"

আর কে কি বলল সেদিকে নজর দিয়ে লাভ নেই, রেজাল্টের কথা মানুষ অল্প কিছুদিন মনে রাখে। এগুলো কে খুব বেশি পাত্তা দিতে হয় না।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Tricks and Tips