কলেজ থেকে বাসায় ফিরছিলাম। এমন সময় এক অপরিচিত লোক বেশ আগ্রহ নিয়েই আমার সাথে কথা বলা শুরু করে।
-কোন ক্লাসে পড়?
*ইন্টার মিডিয়েট সেকেন্ড ইয়ার
-ও তার মানে এইচ এস সি পরীক্ষা দিবা?
*জ্বী আগামী বছর
-তাহলে এক কাজ কর। আমার হাতে এই যে আংটি গুলো দেখতে পাচ্ছো এমন ২-৩টা আংটি ইন্ডিয়া থেকে আনাতে পারো। একেকটা আংটি তে বিভিন্ন গুনের ১০টা করে পাথর আছে।
খেয়াল করলাম লোকটার দুই হাতের আঙ্গুলে কমপক্ষে ১৫ টা আংটি। কোনো আঙ্গুলে ২টা করে আংটি। ভাবছি কয়দিন পর হয়ত তার আঙ্গুল খুজে পাওয়া যাবে না। তখন তিনি খাবেন কিভাবে? প্রতিটা আংটিই ইয়া বড় বড় সাইজের লাল, নীল পাথর দিয়ে তৈরি।
*এই আংটি আনালে কি হবে? আর ইন্ডিয়া থেকে আমাকে কে এনে দেবে?
-কি হবে মানে? এই আংটির গুন অনেক। তুমি এই আংটি হাতে পরলে পরীক্ষায় ফাটাফাটি রেজাল্ট হবে। একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি। আমি এনে দেব
*তাই নাকি??? তাহলে আজকে থেকে পড়াশোনা সব বাদ, কুপাইয়া ফেসবুকিং করুম। রেজাল্ট এর গ্যারান্টি তো পেয়েই গেছি
-এই আংটি যদি তুমি ব্যবহার কর তবে কোনো প্রকার ভয় ডর তোমার কাছে ঘেষতে পারবে না
অইত্তেরি এইডা কি কয়!
*ভাইয়া, বন্ধু মহলে আমার সাহসের আলাদা একটা সুনাম আছে। তারা আমার এই সাহস দেখেই রীতিমত অবাক হয়। বাড়তি সাহস পাইলে তারা আমাকে জ্বীন ভূত ভাবতে পারে
-এই আংটি হাতে নিলে তোমার খুব সহজেই প্রেম হবে। মেয়েরা সব সময় তোমার পিছনে ঘুরঘুর করবে
*তাই নাকি তাই নাকি????? তো কারা আমার পিছনে ঘুরবে? সুন্দরী মেয়ে ঘুরবে তো?
-আরে সুন্দরী মেয়ে ঘুরবে মানে? সানি লুন, ক্যাটারিনা কাইপ, ঐশুরিয়া, বিপাশা বসু সবাই তোমার পিছে লাইন দিবো। (সে এই নাম গুলোই বলেছিল)
হাই হাই এইডা কি কয়? ঐশুরিয়ার তো বাচ্চা আছে, ও আমার পিছে লাইন দিবে ক্যান?
*ভাই এইবার আমি সত্যিই ডরাইছি। যেই নামগুলা কইছেন তাতে আমি এমনেই মারা পড়ুম। থাক আপ্নের আংটি লাগবো না। এমনেই ভালা আছি। শেষে আমার আইডির নাম আবার আংটি বাবা রাখা লাগবো
-কোন ক্লাসে পড়?
*ইন্টার মিডিয়েট সেকেন্ড ইয়ার
-ও তার মানে এইচ এস সি পরীক্ষা দিবা?
*জ্বী আগামী বছর
-তাহলে এক কাজ কর। আমার হাতে এই যে আংটি গুলো দেখতে পাচ্ছো এমন ২-৩টা আংটি ইন্ডিয়া থেকে আনাতে পারো। একেকটা আংটি তে বিভিন্ন গুনের ১০টা করে পাথর আছে।
খেয়াল করলাম লোকটার দুই হাতের আঙ্গুলে কমপক্ষে ১৫ টা আংটি। কোনো আঙ্গুলে ২টা করে আংটি। ভাবছি কয়দিন পর হয়ত তার আঙ্গুল খুজে পাওয়া যাবে না। তখন তিনি খাবেন কিভাবে? প্রতিটা আংটিই ইয়া বড় বড় সাইজের লাল, নীল পাথর দিয়ে তৈরি।
*এই আংটি আনালে কি হবে? আর ইন্ডিয়া থেকে আমাকে কে এনে দেবে?
-কি হবে মানে? এই আংটির গুন অনেক। তুমি এই আংটি হাতে পরলে পরীক্ষায় ফাটাফাটি রেজাল্ট হবে। একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি। আমি এনে দেব
*তাই নাকি??? তাহলে আজকে থেকে পড়াশোনা সব বাদ, কুপাইয়া ফেসবুকিং করুম। রেজাল্ট এর গ্যারান্টি তো পেয়েই গেছি
-এই আংটি যদি তুমি ব্যবহার কর তবে কোনো প্রকার ভয় ডর তোমার কাছে ঘেষতে পারবে না
অইত্তেরি এইডা কি কয়!
*ভাইয়া, বন্ধু মহলে আমার সাহসের আলাদা একটা সুনাম আছে। তারা আমার এই সাহস দেখেই রীতিমত অবাক হয়। বাড়তি সাহস পাইলে তারা আমাকে জ্বীন ভূত ভাবতে পারে
-এই আংটি হাতে নিলে তোমার খুব সহজেই প্রেম হবে। মেয়েরা সব সময় তোমার পিছনে ঘুরঘুর করবে
*তাই নাকি তাই নাকি????? তো কারা আমার পিছনে ঘুরবে? সুন্দরী মেয়ে ঘুরবে তো?
-আরে সুন্দরী মেয়ে ঘুরবে মানে? সানি লুন, ক্যাটারিনা কাইপ, ঐশুরিয়া, বিপাশা বসু সবাই তোমার পিছে লাইন দিবো। (সে এই নাম গুলোই বলেছিল)
হাই হাই এইডা কি কয়? ঐশুরিয়ার তো বাচ্চা আছে, ও আমার পিছে লাইন দিবে ক্যান?
*ভাই এইবার আমি সত্যিই ডরাইছি। যেই নামগুলা কইছেন তাতে আমি এমনেই মারা পড়ুম। থাক আপ্নের আংটি লাগবো না। এমনেই ভালা আছি। শেষে আমার আইডির নাম আবার আংটি বাবা রাখা লাগবো
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন