দোস্তের মেসে গেলাম তেলাপোকা ধরতে। দোস্ত বলল তেলাপোকা একটাও নাই। যেই গুলা ছিলো তা ও ধরার চেষ্টা করেছিলো। কিন্তু ধরতে গিয়ে একেকটার হাত, পা, পাখনা, সূড় ছিড়ে ফেলেছে। আমি বললাম “তোর তেলাপোকা রা কি নিজেদের টিকটিকি ভাবে? তারা কি মনে করে ছিড়ে যাওয়া অংশ নতুন করে গজাবে?” যাই হোক তেলাপোকা ধরায় ইস্তফা দিয়ে কেঁচো ধরতে লেগে গেলা কেঁচো নিয়ে ক্লাসে গেলাম প্র্যাক্টিকাল করতে। ব্যবচ্ছেদ করার সময় দোস্ত কে বললাম “দোস্ত তোর পারফিউম টা নিয়ে আয় নাহয় নতুন পারফিউম কিনে আন”। কেঁচোর ব্যবচ্ছেদ করতে গিয়ে বিকট গন্ধ বেরুচ্ছিল। কিন্তু আমার হাত কাটা ছেড়ায় ততটা পারদর্শী নয়। তাই আমি কেঁচো কাটতে গিয়ে কেঁচো ভর্তা আমার দ্বারা ভর্তা ছাড়া কিছুই হবেনা
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন